মেসি থেকে বেনজেমা, জুনের শেষেই ‘স্বাধীন’ যাঁরা
পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী ৩০ জুন। এর পর থেকেই তিনি ‘মুক্ত’, ‘স্বাধীন’। চাইলে পাড়ি দিতে পারেন যেকোনো দেশে, যেকোনো ক্লাবে। মেসি এখন কী করবেন, সেটি তাঁর ব্যাপার। এমনিতেই, পিএসজির সঙ্গে তাঁর সম্পর্কের সুতা কেটে গেছে। তিনি এখন নিষ্কৃতি চাইছেন ফরাসি ক্লাবটির কাছ থেকে। এখন মেসি কোথায় যান; বার্সেলোনায় ফেরেন, নাকি সৌদি আরবে যান, কিংবা যুক্তরাষ্ট্রের মেজর লিগে ইন্টার মায়ামিতে নাম লেখান, সেটি দেখার অপেক্ষায় গোটা ফুটবল–দুনিয়া।
জুনে চুক্তি শেষ হয়ে যাওয়া খেলোয়াড় মেসি একাই নন। তালিকাটা বেশ লম্বাই। তাঁদের নিয়ে গোটা একটা দলই হয়ে যায় প্রায়। এ মুহূর্তে ইউরোপীয় লিগগুলোতে খেলা বেশ কিছু তারকা ফুটবলারের সঙ্গে তাঁদের ক্লাবের চুক্তি শেষ হয়ে যাবে। ফুটবলীয় পরিভাষায় তাঁরা সবাই হয়ে যাবেন ‘ফ্রি এজেন্ট’। কারা এই ফুটবলাররা?
দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এ মৌসুমে স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে হেয়া বেশ সমালোচিত। ইউরোপা লিগ থেকে ইউনাইটেডের বিদায়ের পেছনে তাঁর বাজে গোলকিপিং অনেকটাই দায়ী। জুনে ইউনাইটেডের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যাবে। এখন তাঁর সঙ্গে দল নতুন চুক্তি করবে, নাকি তাঁকে বিদায় দিয়ে দেবে, এটা পরিষ্কার নয়। ইংলিশ গণমাধ্যমের খবর, দে হেয়াকে নাকি ইউনাইটেড বেতন কমিয়ে এক বছরের নতুন একটা চুক্তির প্রস্তাব দেবে। সেটি তিনি মেনে নেবেন কি না, তা সম্পূর্ণ তাঁর ব্যাপার। তবে এমন খবরও আছে কোচ এরিক টেন হাগ নাকি হেয়ার বদলে দলে নিতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে।
সের্হিও রামোস (পিএসজি)
রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু প্রথম মৌসুম কেটেছে চোটের সঙ্গে লড়াই করেই। এ মৌসুমে মাঠে নামার সুযোগ হচ্ছে তাঁর। কিন্তু জুনে তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হয়ে যাবে। কিন্তু তিনি পিএসজির সঙ্গে নতুন চুক্তি করবেন কি না, সেটি নিশ্চিত নয়। তবে পিএসজি নাকি তাঁর সঙ্গে এক বছরের চুক্তি বাড়াতে চায়। এদিকে, কান পাতলে শোনা যাচ্ছে, আরব শেখরা নাকি রামোসের ব্যাপারে আগ্রহী। তিনি সৌদি আরবেও যেতে পারেন। যেতে পারেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেও।
মিলান স্ক্রিনিয়ার (ইন্টার মিলান)
ইন্টার মিলানের স্লোভাকিয়ান স্ট্রাইকার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার অপেক্ষায় আছেন। জুনে তাঁর সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে স্ক্রিনিয়ার যদি চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন, সেটি তাঁর জন্য হবে বিরাট অর্জন। তবে তিনি ইন্টারে যে থাকছেন না—এটা নিশ্চিতই। দলবদলের ব্যাপারে পিএসজির সঙ্গে তাঁর কথা হয়ে আছে আগে থেকেই।
ম্যাটস হামেলস (বরুসিয়া ডর্টমুন্ড)
৩৪ বছর বয়সী জার্মান রক্ষণসেনার সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ডের চুক্তি জুনেই শেষ। তবে প্রকাশিত খবর যা বলছে, সেটি সত্যি হলে জার্মান ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক এখানেই শেষ হচ্ছে না। খুব সম্ভবত তিনি আরও এক মৌসুম ডর্টমুন্ডে খেলবেন। জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকার জন্য নাকি বার্সেলোনাও প্রস্তাব দিয়েছে।
ইলকে গুন্দোয়ান (ম্যানচেস্টার সিটি)
এই তো দুই দিন আগেই দুর্দান্ত খেললেন তিনি এভারটনের বিপক্ষে। দারুণ দুটি গোল করে ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পথে এগিয়ে দিয়েছেন অনেকটা পথ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষায় আছেন। সেটি জিতলে চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি। কিন্তু সবকিছু ছাপিয়ে ম্যানচেস্টার সিটিতে তিনি আগামী মৌসুমে থাকবেন কি না, তা নিশ্চিত নয়। যদিও গুন্দোয়ান কোচ পেপ গার্দিওলার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ক্লাবের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না অর্থ চাহিদায়। সিটি গুন্দোয়ানকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। কিন্তু এমন অঙ্কের প্রস্তাব দিয়েছে, যেটি জার্মান ফুটবলারের চাহিদার অনেক নিচে।
টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ)
রিয়ালের দীর্ঘদিনের সঙ্গী আরেক জার্মান টনি ক্রুস। তাঁর চুক্তির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে জুনে। কিন্তু তিনি এখনো তাঁর ভবিষ্যৎ নিয়ে ভাবেননি। রিয়াল মাদ্রিদ তাঁকে রেখে দিতে চায়। কার্লো আনচেলত্তির দলের গুরুত্বপূর্ণ অংশ তিনি।
লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ)
রিয়াল মাদ্রিদের ‘নাম্বার টেন’ লুকা মদরিচকে রেখে দিতে চায় ক্লাব। ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্ব চায়, তিনি রিয়ালেই খেলে যান। কিন্তু ক্রোয়েশিয়ার অন্যতম সেরা এই ফুটবলার নিজে নাকি কিছুটা দ্বিধায় এ নিয়ে। রিয়াল আশাবাদী, শেষ পর্যন্ত মদরিচ হয়তো চুক্তির মেয়াদ বাড়াতে চাইবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা মদরিচেরই।
সের্হিও বুসকেটস (বার্সেলোনা)
পেপ গার্দিওলার অধীনে বার্সার সেই স্বপ্নের দলের ‘শেষ সৈনিক’ সের্হিও বুসকেটস। ক্লাব ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডারের বার্সেলোনা–অধ্যায় শেষ হয়ে যাচ্ছে জুনেই। তবে তাঁর সঙ্গে বার্সেলোনার চুক্তি বাড়ানোর কোনো সুযোগ নেই, সেটি নিশ্চিত করেছেন বুসকেটস নিজেই। সম্প্রতি তিনি জানিয়েছেন চুক্তির মেয়াদ শেষ তিনি বার্সেলোনা ছাড়বেন। তিনি কোথায় যাবেন, এ নিয়ে কানাঘুষা আছে। তাঁর কাছে নাকি সৌদি আরবের বড় অঙ্কের প্রস্তাব আছে। এমনকি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার থেকেও তাঁর প্রস্তাব আছে।
আনহেল দি মারিয়া (জুভেন্টাস)
বিশ্বকাপ ফাইনালে গোল করেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রেখেছেন বড় ভূমিকা। আনহেল দি মারিয়ার সঙ্গে জুভেন্টাসের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে জুনেই। আগেই জানা গিয়েছিল দি মারিয়াকে জুভেন্টাস রাখবে না। তাঁর উচ্চ বেতনের কারণেই নাকি এই সিদ্ধান্ত। প্রশ্ন হচ্ছে, জুভেন্টাস ছাড়ার পর দি মারিয়া কোথায় যাবেন? কিছু দিন আগেই সৌদি আরবের একটি প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম। বার্সেলোনা নাকি সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি তারকাকে আগামী মৌসুমে দলে নিতে আগ্রহী।
করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)
রিয়াল মাদ্রিদের গোল মেশিন করিম বেনজেমা। অনেক সাফল্যের সারথি। রিয়ালের হয়ে ৮৯০ ম্যাচ খেলে ৪৫৫ গোল তাঁর। ৩৫টি শিরোপার অংশীদার তিনি। তবে রিয়াল মাদ্রিদ তাঁকে ২০২৪ সাল পর্যন্ত রেখে দিতে চায় বলেই জানা গেছে।
লিওনেল মেসি (পিএসজি)
এ মুহূর্তে ফুটবল দুনিয়ার সবচেয়ে আগ্রহের জায়গা এটি। মেসির সঙ্গে পিএসজির দুই বছর মেয়াদি চুক্তি শেষ হয়ে যাবে ৩০ জুন। গত ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর থেকেই মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছিল ফরাসি ক্লাবটি। কিন্তু গত পাঁচ মাসে পরিস্থিতি আমূল বদলে গেছে।
চুক্তির মেয়াদ বৃদ্ধির আলোচনা সফল হয়নি। এমনকি পিএসজির সঙ্গে মেসির সম্পর্কও এখন তলানিতে। নিষেধাজ্ঞাও খেয়েছেন ক্লাবের মতের বাইরে গিয়ে। সমর্থকেরা মাঠে নামলেই শিস বাজাচ্ছেন। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে প্যারিস থেকে নিষ্কৃতি পেতে মরিয়া মেসি। জুনের পর অতি নাটকীয় কিছু না ঘটলে মেসি পিএসজিতে থাকছেন না—এটা মোটামুটি নিশ্চিতই। কিন্তু মেসি কোথায় যাবেন? কিছু দিন আগেই খবর বেরিয়েছে, তিনি সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন। কিন্তু সেটি অস্বীকার করেছে মেসির ঘনিষ্ঠজনেরা। এদিকে বার্সেলোনাও মেসিকে ফেরাতে দৌড়ঝাঁপ চালাচ্ছে। ফাঁকফোকরে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামির নামও।