শেষ মুহূর্তে মেসির খেলা নিয়ে সংশয়
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রেড বুল অ্যারেনায় আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। সেটি আরব আমিরাতের বিপক্ষে ১৭ নভেম্বর। আপাতত জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি নিয়েই আর্জেন্টিনার সমর্থকদের আগ্রহ। তবে এ আগ্রহে একটু হলেও ভাটার টান নিয়ে আসতে পারেন লিওনেল মেসি।
ভ্রুকুটির আগে পুরো ঘটনাটা শুনুন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নেই মেসি। ফ্লুতে আক্রান্ত হয়েছেন। ঠান্ডাও লেগেছে। কাল ইন্টার মায়ামির মাঠে দলীয় অনুশীলনে থাকলেও অন্যান্য দিনের মতো পুরোদমে অনুশীলন করেননি। মেসিকে তাই বাইরে রেখেই জ্যামাইকার বিপক্ষে একাদশ গড়তে পারেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বেঞ্চে দেখা যেতে পারে তাঁকে। খেলতে পারেন বদলি হিসেবে। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
এর বাইরেও দলে আরও কিছু পরিবর্তন আনতে পারেন স্কালোনি। হন্ডুরাসের বিপক্ষে আগের ম্যাচে বেঞ্চে ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, উইঙ্গার আনহেল দি মারিয়া ও ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। জ্যামাইকার বিপক্ষে তাঁদের দেখা যেতে পারে আর্জেন্টিনার একাদশে। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার জায়গায় খেলতে পারেন গঞ্জালো মন্তিয়েল। মাঝমাঠে রদ্রিগো দি পলকে বসিয়ে ব্রাইটনের আলেক্সিস মাক আলিস্তারকে খেলাতে পারেন স্কালোনি।
হন্ডুরাসের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি। ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। এবার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর লুসাইলে সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।