নেইমারকে কার্ড দেখিয়ে ক্ষমা চাইলেন রেফারি

এই উদযাপনের জন্য হলুদ কার্ড দেখেছেন নেইমার।ছবি: ইনস্টাগ্রাম

দুহাত মাথার সঙ্গে ঠেকিয়ে জিব বের করে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকা—গোলের পর এমন উদ্‌যাপন প্রায়ই করেন নেইমার। এক সাক্ষাৎকারে বলেছিলেন, সমালোচকদের জন্যই নাকি এমন উদ্‌যাপন তাঁর।

এত দিন নেইমারের এই উদ্‌যাপন নিয়ে মাথা ঘামাননি কেউই। তবে চ্যাম্পিয়নস লিগে পিএসজি-ম্যাকাবি হাইফার ম্যাচের রেফারির ঠিক পছন্দ হয়নি ব্যাপারটা। এমন উদ্‌যাপনের কারণে হলুদ কার্ড দেখিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকাকে।

আরও পড়ুন

ঘটনা পিএসজি-ম্যাকাবি ম্যাচের ৮৮ মিনিটের। ততক্ষণে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে পিএসজি। এ সময় মার্কো ভেরাত্তির পাস থেকে দলের তৃতীয় গোলটি করেন নেইমার। গোল করেই শুরু হয় চেনা ভঙ্গিমার উদ্‌যাপন, যেমনটি করেন নিয়মিত। রেফারি ডেনিয়েল সেইবার্টের মনে হলো, এই উদ্‌যাপন অস্বাভাবিক।

ম্যাচের শুরুতে ম্যাকাবি হাইফা এগিয়ে যাওয়ার পর স্বাগতিক গ্যালারিতে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, সেদিকে ইঙ্গিত করে দর্শকদের বিদ্রূপ করছেন নেইমার—রেফারি সম্ভবত এমনটাই মনে করেছিলেন। এ কারণেই হলুদ কার্ড দেখান নেইমারকে। প্রথমে হতবাক, এরপর ক্ষুব্ধ হয়ে ওঠেন পিএসজির ফরোয়ার্ড। তবে প্রতিবাদ জানালেও কার্ড বহাল রাখেন জার্মান রেফারি।

খেলা শেষে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে একের পর এক টুইট করেন নেইমার। যে উদ্‌যাপনের জন্য কার্ড দেখানো হয়েছে, তার একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন, ‘আমি জিজ্ঞাসা করছি, এটা কি ঠিক আছে?’

এরপর আরেকটি টুইটে রেফারির প্রতি ক্ষোভ ঝেড়ে লিখেছেন, ‘একজন খেলোয়াড়ের প্রতি সম্মানের অভাবেই এমনটা করা হয়। এ ধরনের ব্যাপার ঘটতে পারে না। আমি কিছুই করিনি, কিন্তু হলুদ কার্ড দেখতে হলো। এর জন্য আমাকে ক্ষতির সম্মুখীনও হতে হবে। আর যিনি বিচারক? ভুল যে করেছেন, সেটাও মানতে চান না।’

ম্যাচ শেষে নেইমার অবশ্য মিক্সড জোনে সাংবাদিকদের অন্য কথাই বলেছেন, ‘মাত্র রেফারির সঙ্গে কথা বললাম। উনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আমার নামের সঙ্গে তো একটা হলুদ কার্ড সেঁটে গেছে। একজন রেফারিরই কিন্তু খেলোয়াড়দের সুরক্ষা দেওয়ার কথা। আমার সঙ্গে আজ যা ঘটেছে, তা দুঃখজনক।’

আরও পড়ুন

উদ্‌যাপনের দায়ে হলুদ কার্ড দেখার পর ফুটবলের নতুন নতুন নিয়মকানুন নিয়েও হতাশা প্রকাশ করেছেন নেইমার, ‘ফুটবলটা দিন দিন বিরক্তিকর হয়ে যাচ্ছে। উদ্‌যাপনও করা যায় না। আমি এখানে কী করতে পারতাম? রেফারি বা উয়েফাকে বলতাম, আমাকে হলুদ কার্ড দেবেন না! আমি জানি না। এটা বাজে, সম্মানজনক নয়। শুধু আমার জন্য নয়, ফুটবলের জন্যও।’