ব্রাজিলকে রুখে কোস্টারিকা কোচ বললেন, ‘আমরা যেন সিক্সথ সেন্স সিনেমার ব্রুস উইলিস’
ফিফা র্যাঙ্কিংয়ে একটি দল চতুর্থ। আরেকটি ৫২তম। এমন দুটি দলের মুখোমুখিতে কি প্রত্যাশা থাকতে পারে? চতুর্থ দলটির নাম যেহেতু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, তাই র্যাঙ্কিংয়ে ৫২তম কোস্টারিকার ন্যূনতম সুযোগও দেখেননি অনেকেই। অবজ্ঞাও করেছিলেন কেউ কেউ।
কিন্তু ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে আজ সকালে কোপা আমেরিকায় ব্রাজিলকে গোলশূন্য ব্যবধানে আটকে শুধু চমকে দেওয়া নয়, দারুণ জবাব দিয়েছে কোস্টারিকা। মাঠের জবাব শেষে মাঠের বাইরেও জবাব দিয়েছেন কোস্টারিকা কোচ গুস্তাভো আলফারো। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আশা করি তারা এখন আমাদের সম্মান করবে।’
ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকেতা, রাফিনিয়ারা মিলে কোস্টারিকার রক্ষণে ৯০ মিনিটজুড়ে শুধু খেলেই গেছেন। ৭৪ শতাংশ বলের দখল রেখেছে ব্রাজিল, কোস্টারিকার বক্সে ৫০ বারের বেশি বল স্পর্শ করেছে, গোল লক্ষ্য করে শট নিয়েছে ১৯টি। কিন্তু জিততে পারেনি। কোস্টারিকার রক্ষণভাগের খেলোয়াড়েরাও প্রশংসা পাবেন সে জন্য। ম্যাচ শেষে আলফারো তাই ‘যারা মধ্য আমেরিকার দেশটিকে কিছুই না ভেবেছিলেন’ তাদের ধুয়ে দিয়েছেন।
আলফারো বলেছেন, ‘আশা করি তারা এখন আমাদের সম্মান দেবে। আমরা এমন এক দল, যারা সব সময় লড়াই করে।’ আর্জেন্টাইন এই কোচ মজা করে হলিউডের এক সিনেমার উদাহরণও টানেন। রহস্যভিত্তিক অতিপ্রাকৃত সিনেমা ‘দ্য সিক্সথ সেন্স’-এর উদাহরণ টেনে আলফারো বলেছেন, ‘ডিফেন্ডারেরা ভালো করেছে এবং মিডফিল্ড ব্রাজিলের সুযোগ কমিয়েছে...আমরা যেন সিক্সথ সেন্স সিনেমার ব্রুস উইলিস। সিনেমা শুরুর আগেই সবাই ভেবেছিল আমরা মারা গেছি।’
ডি গ্রুপে এই ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল। তৃতীয় কোস্টারিকার সংগ্রহও ১ ম্যাচে ১ পয়েন্ট। ১ ম্যাচ খেলা কলম্বিয়া ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।