২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রিয়াল-ডর্টমুন্ড এবার প্রথম পর্বেই

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ড্র শুরুর আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কারএএফপি

চ্যাম্পিয়নস লিগের নতুন নিয়মে কী হয় বা কোন দলই কোন দলের মুখোমুখি হয়-এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল কৌতূহল। সেই কৌতূহলের অবসান হলো আজ রাতে। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে লিভারপুলের মাঠে খেলবে রিয়াল। একই সঙ্গে এবারের প্রথম পর্বেই যেন মঞ্চস্থ হতে চলেছে গত মৌসুমের ফাইনাল! প্রথম পর্বেই যে মুখোমুখি হচ্ছে গত মৌসুমের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ– বরুসিয়া ডর্টুমন্ড।

চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে পট ১-এর কোন দলের প্রতিপক্ষ কারা

রিয়াল মাদ্রিদ

বরুসিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আতালান্তা, সালজবুর্গ, লিল, স্টুটগার্ট, ব্রেস্ত।

ম্যানচেস্টার সিটি

ইন্টার মিলান, পিএসজি, ক্লাব ব্রুগা, জুভেন্টাস, ফেইনুর্দ, স্পোর্তিং, স্পার্তা প্রাহা, ব্রাতিসলাভা।

বায়ার্ন মিউনিখ

পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার, দিনামো জাগরেব, ফেইনুর্দ, ব্রাতিসলাভা, অ্যাস্টন ভিলা।

পিএসজি

ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, সালজবুর্গ, জিরোনা, স্টুটগার্ট।

লিভারপুল

রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, লেভারকুসেন, এসি মিলান, লিল, পিএসভি আইন্দহোভেন, বোলোনিয়া, জিরোনা।

ইন্টার মিলান

লাইপজিগ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লেভারকুসেন, জভেদা, ইয়াং বয়েজ, মোনাকো, স্পার্তা প্রাহা।

বরুসিয়া ডর্টমুন্ড

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার, ক্লাব ব্রুগা, সেল্টিক, দিনামো জাগরেব, স্ত্রাম গ্রাজ, বোলোনিয়া

লাইপজিগ

লিভারপুল, ইন্টার মিলান, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, স্পোর্তিং, সেল্টিক, অ্যাস্টন ভিলা, স্ত্রাম গ্রাজ।

বার্সেলোনা

বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, আতালান্তা, বেনফিকা, ইয়াং বয়েজ, জভেদা, ব্রেস্ত, মোনাকো।