দলবদলে এবার নতুন শর্ত দিলেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। ২০২৪ সালের পর আর চুক্তি না বাড়ানো নিয়ে এমবাপ্পের পাঠানো চিঠি থেকে এই দ্বন্দ্বের শুরু। পিএসজি স্পষ্ট জানিয়ে দেয়, মেয়াদ শেষ করে ফ্রি ট্রান্সফার হিসেবে ক্লাব ছাড়ার সুযোগ নেই। যেতে হলে এবারের দলবদলেই যেতে হবে। এরপরও এমবাপ্পে আরেক মৌসুম পিএসজিতে খেলার ইচ্ছার কথা জানান।
সম্প্রতি জানা যায়, এমবাপ্পের মা ফাইজা লামারিও নাকি ফরাসি তারকাকে পিএসজি ছেড়ে রিয়ালে যেতে বলেছেন। পাশাপাশি এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদের বড় অঙ্কের অর্থ হাতে নিয়ে প্রস্তুত হওয়ার খবরও সামনে আসে। তবে এর মধ্যে নতুন খবর দিল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তারা জানিয়েছে, এমবাপ্পে ক্লাব ছাড়ার ব্যাপারে নতুন শর্ত দিয়েছেন। ক্ষতিপূরণের অর্থ হাতে পেলেই কেবল বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড এ দলবদলে পিএসজি ছাড়বেন।
পিএসজির চাপে পড়ে এবারের দলবদলে ক্লাব পরিবর্তন করে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চান না এমবাপ্পে। গত বছর হওয়া চুক্তি অনুযায়ী ১৫ কোটি ইউরোর বেতন ও আনুগত্যের বোনাস (বেতন ৬ কোটি ইউরো ও আনুগত্য বোনাস ৯ কোটি ইউরো) পাওয়ার কথা রয়েছে এমবাপ্পের। এখন দল ছাড়লে তার পুরোটাই হাতে চান এ ফরাসি ফরোয়ার্ড। তবে এমবাপ্পের পরিকল্পনা ছিল, ২০২৪ সালে ফ্রি ট্রান্সফার হিসেবে রিয়ালে গেলে ট্রান্সফার বোনাস হিসেবে এ টাকাটা তাদের কাছ থেকে নেবেন।
সব মিলিয়ে এমবাপ্পের দলবদল নিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছে। যেখানে কোনো পক্ষই খুব একটা স্বস্তিতে নেই। এর আগে গত দুই মৌসুমের দলবদলেও আলোচনার কেন্দ্রে ছিলেন এই পিএসজি তারকা।
তবে দুইবারই রিয়ালকে নিরাশ করে এমবাপ্পেকে রেখে দিতে সক্ষম হয় পিএসজি। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এখন পিএসজিও আর এমবাপ্পেকে ধরে রাখার ব্যাপারে অনড় অবস্থানে যাচ্ছে না। বরং অর্থনৈতিক ক্ষতি এড়াতে প্রয়োজনে এক মৌসুম আগেই তাঁকে ছেড়ে দিতে রাজি প্যারিসের ক্লাবটি।