মারেসকাকেই কোচ বানাল চেলসি
এনজো মারেসকার চেলসির কোচ হওয়ার গুঞ্জনটা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। মরিসিও পচেত্তিনোর জায়গায় লেস্টার সিটির এই কোচকেই নিয়োগ দিয়েছে চেলসি। মারেসকার সঙ্গে ৫ বছরের চুক্তি হলেও পরবর্তী সময়ে মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
গত মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে থেকে শেষ করে চেলসি। মৌসুমটা তারা বাজেভাবে শুরু করলেও শেষ দিকে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল। যদিও তা পচেত্তিনোর চাকরি বাঁচানোর জন্য যথেষ্ট হয়নি। ২১ মে সমঝোতার ভিত্তিতে চেলসি ছাড়তে হয় আর্জেন্টাইন কোচকে।
৪৪ বছর বয়সী ইতালিয়ান কোচ মারেসকা গত বছরের জুনে লেস্টারের দায়িত্ব নেন। তাঁর অধীন খেলেই চ্যাম্পিয়নসশিপ থেকে প্রিমিয়ার লিগে উত্তরণ হয়েছে লেস্টারের। চেলসির নতুন কোচ হওয়ার প্রতিক্রিয়ায় মারেসকা বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি চেলসির কোচ হওয়া যেকোনো কোচের জন্য স্বপ্নের মতো। এ কারণেই দায়িত্বটি নিয়ে আমি রোমাঞ্চিত।’
প্রতিক্রিয়া জানাতে গিয়ে মারেসকা আরও যোগ করেন, ‘আমি দারুণ এক দল প্রতিভাবান খেলোয়াড় এবং স্টাফের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ক্লাবের সাফল্যের ঐতিহ্য অব্যাহত রাখতে চাই এবং সমর্থকদের গর্বিত করতে চাই।’
আগামী ১ জুলাই কাজ শুরু করতে যাওয়া মারেসকা ৫ বছরের মধ্যে চেলসির ষষ্ঠ কোচ। আর ২০২২ সালের মে মাসে টড বোয়েলি ক্লাবের মালিকানা নেওয়ার পর মারেসকা হলেন চতুর্থ কোচ।