৩ ম্যাচে দলটির জালে ৭০ গোল বায়ার্নের
ইএসপিএনের তথ্য অনুযায়ী, তিন ম্যাচ মিলিয়ে গোলের হিসাবটা দাঁড়াল ৭০-২। ভুল পড়েননি। দুটো দল তিনবার মুখোমুখি হয়েছে, এর মধ্যে এই তিন ম্যাচ মিলিয়ে একটি দল সত্যি সত্যিই ৭০ গোল হজম করেছে!
দলটির নাম হোটাফ ইগান। জার্মান ফুটবলে নবম স্তরের দল এটি। কাল এই দলের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেছে বায়ার্ন মিউনিখ। শেষ বাঁশি বাজার পর ম্যাচের স্কোরে তাকিয়ে বায়ার্নের কোনো কোনো সমর্থক অবশ্য বলতে পারেন, হ্যারি কেইনকে তাহলে দরকার নেই! না, মানে হোটাফ ইগানের বিপক্ষে বায়ার্ন জিতেছে ২৭-০ গোলে। আবারও বলছি, ভুল পড়েননি। স্কোরলাইন ঠিকই আছে।
হোক না প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ, তাই বলে ২৭ গোল! কেইনকে কি দরকার, সামনের মৌসুমের জন্য এই স্কোয়াডই তো যথেষ্ট—এমনও ভাবতে পারেন বায়ার্নের কোনো কোনো সমর্থক। তবে প্রতিপক্ষ হিসেবে হোটাফকে পেলে বায়ার্নের কী যেন হয়! ২০১৮ থেকে এ পর্যন্ত তিনবার হোটাফের মুখোমুখি হয়েছে বায়ার্ন। ২০১৮ সালে জিতেছিল ২০-২ গোলে, ২০১৯ সালে ২৩-০ গোলে এবং কাল শেষ ম্যাচের স্কোরলাইন তো জানাই। সব মিলিয়ে এই তিন ম্যাচে হোটাফের জালে বায়ার্নের গোলসংখ্যা ৭০!
কে কত গোল করেছেন সেই হিসাব রাখাই কঠিন। ৫টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, মার্সেল সাবিতজার ও ১৮ বছর বয়সী মাথিস তেল। সার্জ নাব্রি করেন ৩ গোল। সব মিলিয়ে বায়ার্নের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন ১৩জন খেলোয়াড়! প্রথমার্ধ শেষে ১৮-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। প্রতি ৩.৩৩ মিনিট পর পর একটি করে গোল করেছে টমাস টুখেলের দল।
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২৬ জুলাই প্রীতি ম্যাচ খেলবে বায়ার্ন। এ ছাড়া লিভারপুলের বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলবে জার্মান ক্লাবটি। জার্মান সুপার কাপে ১২ আগস্ট লাইপজিগের মুখোমুখি হয়ে নতুন মৌসুম শুরু করবে বায়ার্ন।