গোল খাওয়ার নতুন রেকর্ড গড়ল গার্দিওলার সিটি
ম্যানচেস্টার সিটি ২ : ২ ব্রাইটন
শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে আরও আগে। টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চ্যালেঞ্জটা এখন সেরা চারে টিকে থাকার। সেই লড়াইটাও অবশ্য একেবারে সহজ হচ্ছে না তাদের। আজ শনিবার রাতে ফের ড্র করল তারা। এবার ইতিহাদে সিটিকে ২-২ গোলে রুখে দিয়েছে ব্রাইটন।
এই ম্যাচ দিয়ে গোল খাওয়ার বিব্রতকর এক রেকর্ডও গড়ল সিটি। চলতি মৌসুম এখন পর্যন্ত ৪০ গোল হজম করেছে ক্লাবটি। কোচ পেপ গার্দিওলার অধীনে লিগে যা কি না এক মৌসুমে সর্বোচ্চ।
ঘরের মাঠে আজ শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে সিটি। স্বাগতিকদের আক্রমণের জবাবগুলো প্রতি-আক্রমণ দিয়েই দিচ্ছিল ব্রাইটন। বল দখলে সিটি এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে সিটিকে পেছনে ফেলেছিল ব্রাইটন। ম্যাচের প্রথম গোলটা যদিও সিটিই আদায় করে নেয়।
১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন আর্লিং হলান্ড। গোল খেয়ে ব্রাইটন যেন আরও তেতে। আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করে তারা। তেমনই এক আক্রমণ থেকে ম্যাচের ২১ মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান পেরভিস ইস্তুপিনিয়ান। প্রায় সমান সমান লড়াইয়ে ৩৯ মিনিটে ফের লিড নেয় সিটি। এবার দলটির হয়ে গোল করেন ওমর মারমুশ। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
বিরতির পর মাত্র ৩ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। আত্মঘাতী গোলে ব্রাইটনকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন সিটি ডিফেন্ডার আবদুকোদির খুসানোভ। ম্যাচে সমতা ফেরার পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে।
আক্রমণ, প্রতি-আক্রমণে জমিয়ে তুলে লড়াই। তবে উভয় দল একাধিক সহজ সুযোগ হাতছাড়া করেছে, যার ফলে ৯০ মিনিট পর শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি কোনো দলই। পয়েন্ট ভাগাভাগি করেই ছাড়তে হয়েছে মাঠ।
এই ড্রয়ে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের পাঁচেই থাকল সিটি। আর সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকল ব্রাইটন। একই রাতে তিনে থাকা নটিংহাম ফরেস্ট ৪-২ গোলে হারিয়েছে ইপসউইচ টাউনকে। এই জয়ে ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানটা আরও সুদৃঢ় করল নটিংহাম।