শিকে আটকে গেল জর্জিয়া

ম্যাচ শেষে জর্জিয়ার খেলোয়াড়দের ১ পয়েন্ট পাওয়ার আনন্দএএফপি

সাবা লোবানিডজের চেহারাটাই বলে দিচ্ছিল সব। সামনে শুধু চেক প্রজাতন্ত্রের গোলকিপারই ছিলেন, কিন্তু বলটি জালে পাঠাতে পারলেন না লোবানিডজে। তাঁর এই ব্যর্থতার সঙ্গে সঙ্গেই বেজেছে শেষ বাঁশি। মাথায় হাত দিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন জর্জিয়ার মিডফিল্ডার। কারণ, তিনি গোলটি পেলেই যে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত জর্জিয়া।

লোবানিডজে পারেননি, এরপরও অবশ্য ইতিহাস গড়ল জর্জিয়া। ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম পয়েন্ট পেয়েছে প্রথমবারের মতো ইউরোপের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় খেলতে আসা দলটি। এগিয়ে গিয়েও অবশ্য চেক প্রজাতন্ত্রের সঙ্গে ম্যাচটি তারা ড্র করেছে ১-১ গোলে।

১-১ গোলের ড্র ম্যাচ। কিন্তু এই ম্যাচের পরতে পরতেও ছিল রোমাঞ্চ। শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে উপভোগ্য ফুটবল উপহার দিয়েছে দুই দলই। এরই ধারাবাহিকতায় জর্জিয়া এগিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। পেনাল্টি থেকে গোলটি করেন জর্জেস মিকাউতাদজে।

পেনাল্টিটি জর্জিয়া পেয়েছে বক্সের মধ্যে চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার হারনাকের হ্যান্ডবল হওয়ায়। প্রথমে অবশ্য হ্যান্ডবল দেননি রেফারি। ভিএআর দেখে সিদ্ধান্তটি নিয়েছেন তিনি। এই হ্যান্ডবলই আবার ২২ মিনিটে ম্যাচে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত করে চেকদের। হোজেককে প্রথমে গোলই দিয়েছিলেন রেফারি। কিন্তু পরে ভিএআরে দেখা যায়, বল তাঁর হাতে লেগে জালে গেছে।

ম্যাচ শেষে দর্শক অভিনন্দনের জবাব দিচ্ছেন চেক প্রজাতন্ত্রের খেলোয়াগেরা
এএফপি

চেকরা অবশ্য এরপরও একের পর এক আক্রমণ করে গেছে। ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা চেক প্রজাতন্ত্র গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। অবশেষে কাঙ্ক্ষিত সেই গোল তারা পায় ৫৯ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল থেকে দুর্দান্ত এক ফ্লিকে গোলটি করেছেন পাত্রিক শিক।

এই ড্রয়ের পর ২ ম্যাচে ১ পয়েন্ট করে নিয়ে  চেক প্রজাতন্ত্র তৃতীয় আর জর্জিয়া আছে চতুর্থ স্থানে। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে তুরস্ক। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল।