এই মৌসুমে কোথায় খেলবে বার্সেলোনা, কেমন সেই মাঠ
লা লিগায় নতুন মৌসুম শুরুর পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে। নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে বার্সেলোনাও। তবে জাভি হার্নান্দেজের দলের প্রথম ম্যাচটি ছিল অ্যাওয়ে-হেতাফের মাঠে। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা প্রথম ‘হোম’ ম্যাচ খেলবে আজ, প্রতিপক্ষ কাদিজ। তবে যে মাঠে খেলে বার্সেলোনা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, সেই ক্যাম্প ন্যুতে এবার খেলা হবে না। ৬৬ বছরের পুরোনো এই স্টেডিয়ামে এখন সংস্কার চলছে। আগামী বছরের নভেম্বরের আগে খেলার জন্য উন্মুক্ত করা হবে না।
নতুন রূপে ক্যাম্প ন্যু চালু হওয়ার আগপর্যন্ত বার্সেলোনা খেলবে মুন্তজুইকের অলিম্পিক স্টেডিয়ামে। কাতালুনিয়া রাজধানী বার্সেলোনায় অবস্থিত এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক নাম ‘অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়াম’।
এখানে একসঙ্গে খেলা দেখতে পারেন প্রায় ৫০ হাজার দর্শক, যা ক্যাম্প ন্যুর অর্ধেক। মুন্তজুইক নামের পাহাড়ের কাছেই অবস্থান স্টেডিয়ামটির। ১৯২৯ বার্সেলোনা এক্সপোকে কেন্দ্র করে এটি তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে কনসার্টও হয়েছে এখানে। তবে প্রায় শতবর্ষী এই স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে আছে ফুটবলের অনেক স্মৃতি।
লা লিগার ম্যাচ হয়েছিল আগেও
২০২৩-২৪ মৌসুমে লা লিগার ১৯টি ম্যাচ হবে মুন্তজুইকের অলিম্পিক স্টেডিয়ামে। তবে এখানে লা লিগার ম্যাচ হয়েছে আগেও, সর্বশেষটি ২০০৯ সালে। ১৯৯৭ থেকে পরবর্তী এক যুগ এটিকে ‘হোম’ ভেন্যু বানিয়ে খেলেছিল এসপানিওল। পরে তাদের বর্তমান আরসিডিই স্টেডিয়াম প্রস্তুত হলে এখান থেকে চলে যায়। এ ছাড়া নয়বার কোপা দেল রের ফাইনালও হয়েছে এই মাঠে, যার সর্বশেষটি ২০০৪ সালে।
মেসির বার্সেলোনা অভিষেক এখানেই
বার্সেলোনা ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ মুহূর্তের জন্ম এই মাঠে। এই অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনা সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি, যিনি পরে ক্লাবটির হয়ে ১৭ মৌসুমে ৭৭৮টি ম্যাচ খেলেছেন। সেই দিনটি ছিল ২০০৪ সালের ১৬ অক্টোবর। এসপানিওলের বিপক্ষে ডেকোর বদলি হিসেবে নেমে ৩০ নম্বর জার্সিতে অভিষেক হয় আর্জেন্টাইন মহাতারকার। ম্যাচটিতে বার্সেলোনা ১-০ ব্যবধানে জেতে।
ইউরোপিয়ান ম্যাচও হয়েছে
১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনা এখানে উয়েফা কাপ উইনার্স কাপের একটি ম্যাচ খেলেছিল। প্রথম রাউন্ডের সেই ম্যাচটির প্রতিপক্ষ ছিল সাইপ্রাসের ক্লাব এইকে লারনাকা। ম্যাচটিতে জয় নিয়েই মাঠ ছেড়েছিল বার্সা। ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলই করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ওই বছর উয়েফা কাপ উইনার্স কাপও জেতে বার্সেলোনা।
অলিম্পিক ভেন্যুও
১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজক ছিল বার্সেলোনা। আর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর সেবারের মূল কেন্দ্র ছিল এই স্টেডিয়াম।