লাফিং গ্যাস টানার ভিডিও পোস্ট করে বিপদে টটেনহাম মিডফিল্ডার
শ্বাস টেনে লাফিং গ্যাস (নাইট্রাস অক্সাইড) নেওয়ার ভিডিও রেকর্ড করার জন্য ক্ষমা চেয়েছেন টটেনহাম হটস্পার মিডফিল্ডার ইভস বিসুমা। পাশাপাশি তিনি এটাও স্বীকার করেছেন ‘মারাত্মক বিচারবুদ্ধির অভাব’ দেখিয়েছেন কাজটি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গত শনিবার একটি ভিডিও পোস্ট করেন বিসুমা। সেখানে তাঁকে বেলুনের মাধ্যমে ‘ক্লাস সি ড্রাগ’ লাফিং গ্যাস টানতে দেখা গেছে। ২৭ বছর বয়সী মালির এই ফুটবলারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করবে টটেনহাম। কৃতকর্মের জন্য শাস্তিও পেতে পারেন তিনি।
বিনোদনমূলক কাজে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা ২০২৩ সাল থেকে ব্রিটেনে নিষিদ্ধ। দেশটির সরকারের সমাজবিরোধী আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে বিসুমার কারাদণ্ডও হতে পারে।
আজ বিবৃতিতে বিসুমা ক্ষমা চেয়ে বলেছেন, ‘এসব ভিডিওর জন্য আমি ক্ষমা চাই। এতে বোধবুদ্ধির মারাত্মক অভাব ছিল। বুঝতে পারছি এটা কতটা গুরুতর, স্বাস্থ্যঝুঁকিও হতে পারত। এর পাশাপাশি ফুটবলার ও রোলমডেল হিসেবে দায়দায়িত্বও আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি।’
টটেনহামের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ঘটনাটা খতিয়ে দেখছি। এটা অভ্যন্তরীণভাবে সামলানো হবে।’ গ্যাসটি বৈধ কারণেও ব্যবহার করার সুযোগ আছে। সন্তান প্রসবকালীন ব্যথা কমাতেও এটি ব্যবহার করা হয়।
২০২২ সালে ব্রাইটন থেকে টটেনহামে যোগ দেন বিসুমা। ক্লাবটির হয়ে এ পর্যন্ত ৫৬ ম্যাচ খেলেছেন। ২০২৩-২৪ মৌসুমে টটেনহামের ২৬ ম্যাচে প্রথম একাদশের হয়ে মাঠে নেমেছেন। গত শনিবার বায়ার্নের বিপক্ষে প্রাক্-মৌসুমে নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে ৪৫ মিনিট খেলেন টটেনহামের এই ডিফেন্ডার। ১৯ আগস্ট লেস্টার সিটির মুখোমুখি হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে টটেনহাম।