লন্ডনে জ্যামের কবলে চ্যাম্পিয়নস লিগ

বুধবার রাতে টটেনহাম–এসি মিলান ম্যাচ দেরিতে শুরু হয়রয়টার্স

ট্রাফিক জ্যামের শহর লন্ডন। এই জ্যামই লন্ডনে পরপর দুই দিন চ্যাম্পিয়নস লিগের দুটি খেলা দেরিতে শুরু করতে বাধ্য করেছে। গত মঙ্গলবার রাতে বরুসিয়া ডর্টমুন্ড–চেলসির ম্যাচের পর বুধবার রাতে এসি মিলান–টটেনহাম ম্যাচও শুরু হয়েছে দেরিতে।

পরশু লন্ডনের টটেনহাম স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছিল এসি মিলান ও টটেনহাম। মিলানে প্রথম লেগে এসি মিলান ১–০ গোলে জেতার পর কালকের ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্য। এতে গোল পার্থক্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এসি মিলান।

আরও পড়ুন

কিন্তু এই ম্যাচের আগে মাঠে যাওয়ার সময় দুই দলই লন্ডনের কুখ্যাত ট্র্যাফিক জ্যামে পড়ে যায়। ফলে মাঠে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যায় দুই দলেরই।

জ্যামে বসেই উয়েফার কাছে ম্যাচ শুরুর সময় কিছুটা পিছিয়ে দেওয়ার আবেদন জানায় এসি মিলান। একই আবেদন করেছে স্বাগতিক টটেনহামও। দুই দলই যেহেতু মাঠে যেতে দেরি করেছে, তাই ম্যাচ শুরু সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে সমস্যা হয়নি উয়েফার।

আরও পড়ুন

এসি মিলান ছিল পূর্ব লন্ডনের শোরডিচ এলাকার একটি হোটেলে। টটেনহাম স্টেডিয়াম অবস্থিত উত্তর লন্ডনের হাই রোডে। মিলান দলের বাস ব্যস্ত ট্রাফিক পেরিয়ে মাঠে পৌঁছায় খেলা শুরুর ঘণ্টাখানেক আগে। টটেনহামও মিলানের দুই–এক মিনিট আগে মাঠে পৌঁছায়। যেটি ছিল নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর।

মঙ্গলবার রাতেও বরুসিয়া ডর্টমুন্ড দল ট্রাফিক জ্যামের কবলে পড়ে নির্ধারিত সময়ের আধঘণ্টা পর স্টামফোর্ড ব্রিজে চেলসির মাঠে পৌঁছালে সেই ম্যাচও শুরু হয় দেরিতে।

আরও পড়ুন