চোটের কারণে ক্লেরমোঁর বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয় ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে পিএসজি সহজ জয় পেলেও তাঁর পারফরম্যান্স ভক্তদের মন ভরাতে পারেনি। পেনাল্টি থেকে গোল করতে পারেননি। পরে স্কোরশিটে নাম তুলতে পারলেও নিজের স্বাভাবিক ছন্দ খুঁজে পাননি পুরো ম্যাচে। সঙ্গে মাঠেই একটি ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এ ফরাসি স্ট্রাইকার।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে আক্রমণের সময় ভিতিনিয়া এমবাপ্পেকে না দিয়ে লিওনেল মেসির দিকে বল বাড়ান। যে কারণে ক্ষোভে হাত ছুড়ে মাঝমাঠের একটু সামনে দাঁড়িয়ে যান তিনি। ওই আক্রমণেই আর অংশ নেননি এমবাপ্পে। মাঠেই এমন প্রতিক্রিয়া দেখানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি। পিএসজির নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ের অবশ্য এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন। পুরো ঘটনাকে স্বাভাবিক আখ্যা দিয়ে বলেছিলেন, ‘এটা ভালো যে সে রাগ করেছে, এর মানে সে দলের ভালো-মন্দ চিন্তা করে।’
এটা তাঁর (এমবাপ্পে) জায়গা। তাঁকে অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে, যেমনটা সে শুরু থেকে দেখিয়ে আসছে। কিন্তু তাঁর কারও কাছে প্রমাণের কিছু নেই।’
কোচের পর এবার এ ঘটনায় এবার এমবাপ্পে পাশে পেলেন তাঁর স্বদেশি সাবেক বিশ্বকাপজয়ী তারকা থিয়েরি অঁরিকে। অ্যামাজন প্রাইম ভিডিওতে অঁরি বলেছেন, ‘এটা তাঁর জায়গা। তাঁকে অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে, যেমনটা সে শুরু থেকে দেখিয়ে আসছে। কিন্তু তাঁর কারও কাছে প্রমাণের কিছু নেই।’
মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীকে প্রথম মৌসুমে একসুতোয় গাঁথার কাজটা করতে পারেননি মরিসিও পচেত্তিনো। নতুন কোচ গালতিয়েরের প্রধান কাজই এই ত্রয়ীর সমন্বয়। যদিও বেশ কিছুদিন ধরেই গুঞ্জন নেইমারের সঙ্গে সম্পর্ক ভালো নেই এমবাপ্পের। এরই মধ্যে এমবাপ্পের সমালোচনা করা টুইটে ‘লাইক’ দিয়েছেন নেইমার। কে জানে, এমবাপ্পের সঙ্গে নেইমারের সম্পর্কটা এবার সত্যি সত্যিই খারাপ হয়ে যায় কি না! সত্যিই যদি সেটি হয়, তাহলে এমন অবস্থায় ‘ত্রয়ী’ জমে ওঠাটাই তো মুশকিল।
অঁরি অবশ্য মনে করেন এ সমস্যার সমাধান খুঁজে বের করবেন নতুন কোচ গালতিয়ের। তবে এই ত্রয়ীকে নিয়ে তর্কবিতর্ক থামবে বলে মনে করেন না তিনি, ‘কোচ এই তিনজনকে একসঙ্গে খেলানোর একটা উপায় বের করে তাঁদের খুশি করবেন। আর পিএসজিতে এমন বিতর্ক চলতেই থাকবে। ৫-২ গোলে জেতার পরও আমরা এমবাপ্পেকে নিয়ে কথা বলছি। গত বছরে কথা বলেছিলাম নেইমারকে নিয়ে। এটা চলতেই থাকবে।’