অবিশ্বাস্য মৌসুম শেষে ‘ছুটি’ নিলেন আলোনসো
অবিশ্বাস্য!
অবিশ্বাস্য এক মৌসুম শেষ করেছে বায়ার লেভারকুসেন। মৌসুমের শুরুতে যাদের শিরোপা জেতা ছিল অকল্পনীয় এক ব্যাপার, তারাই মৌসুম শেষ করেছে ঘরোয়া ডাবল জিতে। বুন্দেসলিগা জিতেছে কোনো ম্যাচ না হেরে ‘ইনভিন্সিবল’ থেকে। এমনকি ঘরোয়া প্রতিযোগিতায় এ মৌসুমে একটি ম্যাচও হারেনি জাবি আলোনসোর দল
সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে একটি ম্যাচ হেরেছে লেভারকুসেন। চাঁদের কলঙ্কের মতো সেই হারটি এসেছে ইউরোপা লিগের ফাইনালে। যে ম্যাচটি জিততে পারলে ‘সিজন ইনভিন্সিবল’ থেকে ট্রেবল জিততে পারত লেভারকুসেন।
সেটি শেষ পর্যন্ত না হলেও যা হয়েছে তা ইতিহাসের পাতায় অমলিন থেকে যাবে। মৌসুমে ৫৩ ম্যাচের ৫২টিতে অপরাজিত থাকার মতো ঘটনা তো আর প্রতি মৌসুমে ঘটে না। মৌসুম শেষ বড়সড় উদ্যাপন তো দলটির প্রাপ্যই। গতকাল রাতে কাইজারস্লাটার্নকে ১-০ গোলে হারিয়ে জার্মান কাপের শিরোপা জেতার পর আলোনসো নিজেও বলেছেন সে কথা। বলেছেন, এখন সময়টা উদ্যাপনের
দুর্দান্ত মৌসুম শেষ করার পর এখন অপেক্ষা ছাদখোলা বাসে প্যারেডের। তবে উদ্যাপন যে রাজধানী বার্লিন থেকেই শুরু হয়ে গেছে তা জানিয়ে আলোনসো বলেছেন, ‘আমাদের এখন উপভোগ করতে হবে। পুরো মৌসুমের উদ্বেগ-উৎকণ্ঠা ঝেড়ে ফেলতে হবে। আমি কাল কোনো কাজ করব না।’
আলোনসোর অধীনে এ মৌসুমে রোমাঞ্চকর ফুটবল উপহার দিয়েছে লেভারকুসেন। প্রত্যাশাহীন একটি মৌসুম শুরুর পর যেভাবে সেটি শেষ হয়েছে, তা যেন আলোনসোর নিজেরই বিশ্বাস হচ্ছে না, ‘এটা হজম করতে আমার আরও কিছু সময় লাগবে। এটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। এখানে এসে উদ্যাপন করতে পারাটা অবিশ্বাস্য ছিল।’
মৌসুমের মাঝ পথেই লিভারপুল, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ থেকে আগ্রহের কথা শোনা গিয়েছিল। একপর্যায়ে মনে হচ্ছিল মৌসুম শেষ করে অন্য কোথাও পাড়ি জমাবেন। তবে শেষ পর্যন্ত লেভারকুসেনেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন আলোনসো। লক্ষ্য ছিল ট্রেবল জিতে চূড়া স্পর্শের, যদিও তা হয়নি। তবে যা পেয়েছেন তাতেই দারুণ খুশি আলোনসো, ‘অবশ্যই আমি অনেক খুশি। বিশেষ করে আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এই ডাবল আমাদের প্রাপ্য ছিল।’
শিরোপা দিয়ে মৌসুম শেষ করে পরের মৌসুম নিয়ে এখন কী ভাবছেন, জানতে চাইলে আলোনসো বলেছেন, ‘আমি পরের মৌসুম নিয়ে ভাবছি না। এখন ছুটি। হয়তো এক সপ্তাহ পর (ভাবব)। আর আপাতত উদ্যাপন এবং উপভোগ করব।’