স্পেনের ক্লাবের কোচ হলেন ম্যারাডোনার ছেলে
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা কোচ হিসেবেও বেশ পরিচিতি পেয়েছিলেন। আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির সরাসরি কোচও ছিলেন তিনি। ম্যারাডোনার অধীনেই ২০১০ বিশ্বকাপে অংশ নিয়েছিল আর্জেন্টিনা।
তবে ফুটবলার ম্যারাডোনার সঙ্গে কোচ ম্যারাডোনার অর্জনের পার্থক্যটা আকাশ–পাতাল। কোচ হিসেবে বলার মতো তেমন কোনো সাফল্য নেই এই মহাতারকার।
কোচের ভূমিকায় ম্যারাডোনার বড় সাফল্য না থাকলেও একই পেশায় সাফল্যের খোঁজে আছেন তাঁর ছেলে ডিয়েগো ম্যারাডোনা জুনিয়র। সেই ধারাবাহিকতায় সিনাগরা নামেও পরিচিত ম্যারাডোনার এই ছেলে কোচ হিসেবে যোগ দিয়েছেন স্পেনের একটি ক্লাবে। দক্ষিণ তেনেরিফ শহরের ইউনিয়ন দিপোর্তিভা ইবারা নামের ক্লাবটি স্পেনের পঞ্চম বিভাগে খেলে থাকে।
জুনিয়র ম্যারাডোনার কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০২১ সালে। নাপোলি ইউনাইটেড ক্লাবে দুই বছর দায়িত্ব পালন করার পর তিনি যোগ দেন পম্পেই নামের একটি ক্লাবে। এ বছরের জুনে মন্তেকালসিও নামের ক্লাবে যোগ দিলেও চার মাসের ব্যবধানে সেই ক্লাব ছেড়ে এখন যোগ দিলেন ইবারাতে।
এর আগে খেলোয়াড় হিসেবে ম্যারাডোনা–পুত্র ফুটবল মাঠে লম্বা সময় পার করলেও বাবার খ্যাতির ধারেকাছেও যেতে পারেননি। ২০০৫ সালে পেশাদার ফুটবলে অভিষেক হওয়ার পর ১৫ বছরে ১৪টি ক্লাবে খেলেছেন তিনি। তবে কোনোটিই শীর্ষ সারির ক্লাব নয়।