রিয়াল-বার্সা-সিটিও যা পারেনি, আজ সেই রেকর্ড গড়ে ফেলতে পারে আল হিলাল
রিয়াল-বার্সা গেল তল, দ্য নিউ সেন্টস বলে কত জল! বিষয়টিকে এভাবে বললে ভুল হওয়ার কথা নয়। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ অনেকটা দূর গিয়েও আয়াক্সের যে রেকর্ডের তল পায়নি; সেই গভীরতা ছাড়িয়ে গেছে ওয়েলস প্রিমিয়ার লিগে ক্লাব সেন্টস।
রেকর্ডটা বিভিন্ন দেশের শীর্ষ লিগে খেলা কোনো দলের টানা জয়ের। ১৯৭১-৭২ মৌসুমে ইয়োহান ক্রুইফ-ইয়োহান নিসকেন্সদের আয়াক্স সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচ জিতে গড়েছিল রেকর্ডটি। ৪৫ বছর পর ২০১৬-১৭ মৌসুমে সেই রের্কড ভাঙে সেন্টস। ওয়েলসের শীর্ষ ঘরোয়া লিগের ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে জেতে টানা ২৭ ম্যাচ। এখনো রেকর্ডটি সেন্টসেরই অধিকারে।
আজ রাতের পর রেকর্ডটি আর সেন্টসের অধিকারে না-ও থাকতে পারে। সৌদি প্রো লিগে গত শুক্রবার আল রিয়াদকে ৩-১ গোলে হারিয়ে সেন্টসের রেকর্ডটিতে ভাগ বসিয়েছে আল হিলাল। বাংলাদেশ সময় আজ রাত ১টায় তারা এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আল ইত্তিহাদের। নিজেদের মাঠে ২-০ গোলে প্রথম লেগ জেতা আল হিলাল আজ ইত্তিহাদের মাঠে জিতলেই টানা জয়ের রেকর্ডটিতে তাদের একক অধিকার প্রতিষ্ঠা হবে।
সেন্টসের আগে ১৯৭২ সালে গড়া ক্রুইফ-নিসকেন্সদের রেকর্ড ভাঙার সবচেয়ে কাছে গিয়েছিল আয়াক্সেরই ১৯৯৪-৯৫ মৌসুমের দলটি। টানা ২৫ ম্যাচ জিতেছিল লুই ফন গালের দল। ২০১১ সালে ব্রাজিলের ক্লাব করিতিবা জিতেছিল টানা ২৪ ম্যাচ। ক্রিস্টিয়ানো রোনালদো-সের্হিও রামোসদের নিয়ে ২০১৪-১৫ মৌসুমে আয়াক্সের রেকর্ডের দিকে এগোচ্ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ২২ ম্যাচেই থেমে গেছে কার্লো আনচেলত্তির দলের সেই যাত্রা। এ ছাড়া ২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনা কোচ ফ্রাঙ্ক রাইকার্ড স্যামুয়েল ইতো-জাভি হার্নান্দেজ-কার্লোস পুয়োলদের নিয়ে জিতেছিলেন টানা ১৮ ম্যাচ।
২০১৭ সালে রেকর্ডটি সেন্টস নিজেদের করে নেওয়ার পর ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার সিটি ১৮, ২০১৯-২০ মৌসুমে লিভারপুল ১৮ ও বায়ার্ন ২৩ এবং ২০২০-২১ মৌসুমে সিটি ২১ ম্যাচ জিতেছিল টানা।
আল হিলাল যে ২৭টি ম্যাচ জিতেছে, এর ১৬টি সৌদি প্রো লিগে। এ ছাড়া ৩টি ম্যাচ জিতেছে তারা ঘরোয়া কাপে এবং ৮টি এশিয়ান চ্যাম্পিয়নস লিগে। আজ জিতলেই রেকর্ড, এমনটা ভেবে দলের খেলোয়াড়দের ওপর চাপ তৈরি করতে চান না আল হিলালের কোচ জর্জ জেসুস। তাঁর কাছে রেকর্ডের চেয়ে বড় শিরোপা-সাফল্য, ‘এটা বিশ্ব রেকর্ড, কিন্তু কোনো শিরোপা নয়। শিরোপা হচ্ছে লিগ, কাপ আর এশিয়ান চ্যাম্পিয়নস লিগ।’