‘আল হিলাল থেকে এক পা দূরে নেইমার’
নেইমারের তাহলে একটা গতি হলো! দলবদলের বাজারের বিশ্বাসযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানোর একটি টুইট অন্তত সেটাই বলে। গতকাল করা ইতালিয়ান এই সাংবাদিকের টুইটটি ছিল এ রকম, ‘আল হিলাল নেইমার জুনিয়রের জন্য প্রস্তাব দিয়েছে। সূত্র জানিয়েছে, প্রস্তাবটা বিশাল অঙ্কের।’
রোমানোর এই টুইটের প্রায় সঙ্গে সঙ্গেই ফ্রান্সের আরএমসি স্পোর্তের সাংবাদিক জানিয়েছেন, ‘নেইমার সৌদি আরবের পরাশক্তি দলের সঙ্গে চুক্তি করা থেকে আর মাত্র এক ধাপ দূরে।’ রোমানো এরপর আরেকটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আলোচনা চলছে। অফিশিয়াল কাগজপত্র নেইমারের আলোচকদের কাছে পাঠানো হয়েছে। নেইমার ও আল হিলালের পরের ধাপের আলোচনা শুরু হয়েছে।’
নেইমার পিএসজিতে আর থাকতে চান না—এমন গুঞ্জন শুরু হয়েছিল অনেক আগেই। কিন্তু লুইস এনরিকে কোচ হয়ে আসার পর তা থেমে যায়। ধারণা করা হচ্ছিল, বার্সেলোনার সাবেক কোচকে পেয়ে নেইমার তাঁর প্যারিস ছাড়ার বিষয়টি নিয়ে আর ভাবছেন না।
কিন্তু পিএসজির প্রাক্–মৌসুম প্রস্তুতির এশিয়া সফর থেকে ফিরে নেইমার আনুষ্ঠানিকভাবে ক্লাবকে জানিয়ে দেন, তিনি আর থাকতে চান না। একই সঙ্গে তিনি বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথা বলেছিলেন। ২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়েই পিএসজিতে নাম লিখিয়েছেন সান্তোসের সাবেক ফরোয়ার্ড নেইমার।
নেইমারের বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথা শুনে দলটির কোচ জাভি হার্নান্দেজ খুব একটা উৎসাহ তো দেখানইনি, উল্টো বলে দিয়েছিলেন—তাঁর পরিকল্পনায় আপাতত নেই নেইমার। এরপর গুঞ্জন ওঠে নেইমারের চেলসিতে যাওয়া নিয়ে। কিন্তু চেলসির নতুন কোচ মরিসিও পচেত্তিনোও এ বিষয়ে ইতিবাচক নন।
এর মধ্যেই আবার খবর আসে, পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস ও কোচ এনিরেক নেইমারকে জানিয়ে দিয়েছেন—তাঁদের ২০২৩–২৪ মৌসুমের পরিকল্পনা থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বাদ দিয়েছেন।
আলোচনা যখন এই গতিতে এগোচ্ছিল, নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা ফের উঁকি দেয়। শোনা যাচ্ছিল আর্থিক সংকটের কারণে ক্লাবটি নেইমারকে এই মুহূর্তে সরাসরি পিএসজির কাছ থেকে কিনতে পারছে না। কিন্তু তিনি যদি সৌদি আরবের কোনো ক্লাবে যান, সেখান থেকে ধারের চুক্তিতে তাঁকে দলে ভেড়াবে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি।
এমনও খবর আসে যে নেইমারের সঙ্গে বেতন নিয়েও কথা হয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষের। বছরে তাঁকে ১ কোটি ৩০ লাখ ডলার দিতে রাজি হয়েছে বার্সেলোনা। যেটা পিএসজিতে তাঁর এখনকার বেতনের চেয়ে প্রায় চার গুণ কম। নেইমার নাকি এতে রাজি হয়ে গিয়েছিলেন।
এর মধ্যেই এসেছে আল হিলালের প্রস্তাব। তবে আল হিলাল ঠিক কী অঙ্কের প্রস্তাব দিয়েছে, সেটা এখনো জানা যায়নি। কে জানে, শেষ পর্যন্ত নেইমারের গন্তব্য কী!