পেনাল্টি ছাড়া গোল কার বেশি, মেসি নাকি রোনালদোর

ইন্টার মায়ামির মেসি ও আল নাসরের রোনালদোএক্স

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দুজনই ফুটবলে নিজেদের গোধূলিবেলা পার করছেন। কিন্তু শেষটাতে এসেও এতটুকু মলিন নন তাঁরা। একদিকে নিজেদের রেকর্ডের ভান্ডার যেমন ভরিয়ে তুলছেন, তেমনি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইও অব্যাহত রেখেছেন।

ফুটবলের এই দুই মহাতারকা প্রতিনিয়ত মাঠে নেমে প্রমাণ দিয়ে চলেছেন নিজেদের সামর্থ্যের। এগিয়ে যাওয়ার পথে বয়স কিংবা চোটও আটকাতে পারছে না মেসি-রোনালদোকে।

এ দুজনের নানামুখী লড়াইয়ে এবার গোলের একটি রেকর্ডে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি। রেকর্ডটি হচ্ছে পেনাল্টি ছাড়া গোলের রেকর্ড। পাল্টাপাল্টি রেকর্ড দখলের এই লড়াইয়ে গতকাল পর্যন্ত পেনাল্টিবিহীন গোলে সবার ওপরে ছিলেন রোনালদো। কিন্তু গতকাল নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে হ্যাটট্রিক করে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের সেরা সময় পার করে এসেছেন মেসি ও রোনালদো
এক্স

নিজের ক্যারিয়ারে ১২৪৫ ম্যাচে রোনালদো গোল করেছেন ৯০৭টি। যেখানে তিনি পেনাল্টিতে গোল করেছেন ১৬৮টি। অর্থাৎ রোনালদো ৭৩৯ গোল করেছেন পেনাল্টি ছাড়া। বিপরীতে ১০৭৮ ম্যাচে মেসি গোল করেছেন ৮৪৯টি। এই গোলের মধ্যে ১০৯টি গোল তিনি করেছেন পেনাল্টি থেকে, অর্থাৎ মেসির পেনাল্টিবিহীন গোল সংখ্যা ৭৪০টি।

গতকালের ম্যাচটির আগে মেসির পেনাল্টি ছাড়া গোল ছিল ৭৩৭টি। তবে মায়ামির ৬-২ গোলের জয়ে ১০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে রোনালদোকে পেরিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক, যা তাঁকে পেনাল্টি ছাড়া গোল করা খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে তুলে দিয়েছে।

দলবদল বিশেষজ্ঞ ও ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোও মেসির পেনাল্টিবিহীন গোলের রেকর্ডটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লিওনেল মেসি ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি নন-পেনাল্টি গোল করলেন...৭৪০টি।’

পেনাল্টি ছাড়া মেসির গোল ৭৪০টি
এএফপি

এদিকে নিজের রেকর্ড নয়, ম্যাচ শেষে মেসি পোস্ট করেছেন দলের অর্জন নিয়ে। ইনস্টাগ্রামে দলের উদ্‌যাপনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরেকটি অসাধারণ রাত এবং ক্লাবের আরেকটি ঐতিহাসিক অর্জন। মৌসুমজুড়ে যাঁরা আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ।’