মৃত্যু থেকে ‘আধা সেন্টিমিটার’ দূরে ছিলেন পিএসজি গোলকিপার

পিএসজি গোলকিপার সের্হিও রিকোছবি: টুইটার থেকে

গিয়েছিলেন শখের ঘোড়দৌড়ে অংশ নিতে। আর সেটাই হয়ে উঠতে যাচ্ছিল মৃত্যুর কারণ। পরিস্থিতি এমন হয়েছিল যে মৃত্যু থেকে মাত্র আধা সেন্টিমিটার দূরে ছিলেন তিনি। পিএসজি গোলকিপার সের্হিও রিকোর দুর্ঘটনার মেডিকেল প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

২৯ বছর বয়সী রিকো ঘোড়দৌড় দুর্ঘটনায় আহত হন মে মাসের শেষ দিকে। স্পেনের সেভিয়ায় উল্টো দিক থেকে আসা আরেকটি ঘোড়ার সঙ্গে রিকোর ঘোড়ার সংঘর্ষ ঘটে। এতে ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর রিকো ১৯ দিন কোমায় ছিলেন। এখনো তিনি হাসপাতালেই আছেন।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, স্পেনের ‘ইয়া এস মেদিওদিয়া’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে বলা হয়েছে, রিকোর দুর্ঘটনার মেডিকেল প্রতিবেদন তাদের কাছে আছে। অনুষ্ঠানটিতে আরও বলা হয়, রিকো মৃত্যুর খুব কাছে ছিলেন। প্রতিবেদনে রিকো মৃত্যু থেকে ‘আধা সেন্টিমিটার’ দূরে ছিলেন বলে উল্লেখ করা হয়।

পিএসজি গোলকিপার সের্হিও রিকো
ছবি: টুইটার থেকে

মেডিকেল প্রতিবেদনের খবর দেওয়া সাংবাদিক জানান, আগামীকাল রিকোকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। এরই মধ্যে রিকো নিজেও সুস্থতার খবর দিয়েছেন। গত রোববার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে রিকো লেখেন, ‘আমার পুনর্বাসন কার্যক্রম চলমান, প্রতিদিনই উন্নতি ঘটছে। নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

২০১৪ সালে সেভিয়ার হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করা রিকো পিএসজিতে যোগ দেন ২০১৯ সালে। মাঝখানে দুই দফায় ধারে মায়োর্কা ও ফুলহামেও খেলেন। রিকো পিএসজিতে আছেন জিয়ানলুইজি দোন্নারুম্মার বিকল্প হিসেবে।

গত ২৮ মে পিএসজি ১১তম লিগ আঁ শিরোপা নিশ্চিতের পরদিনই স্পেনে ফিরে দুর্ঘটনায় পড়েন রিকো।

আরও পড়ুন