২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কোপায় সমর্থক–খেলোয়াড়দের মারধর নিয়ে তদন্তে নেমেছে কনমেবল

কলম্বিয়া সমর্থক–উরুগুয়ে খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়ানএএফপি

কোপা আমেরিকায় গতকাল সকালে অনুষ্ঠিত কলম্বিয়া–উরুগুয়ে সেমিফাইনাল ম্যাচ শেষে বাজে দৃশ্য দেখা গেছে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের গ্যালারিতে। কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের খেলোয়াড়েরা। এ ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে কলম্বিয়া ফাইনালে ওঠার পর মাঠের কাছাকাছি গ্যালারির একটি প্রান্তে বেশ বড় জটলা দেখা যায়। টিভি ফুটেজে দেখা যায়, সেখানে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারধরে জড়িয়ে পড়েন উরুগুয়ের খেলোয়াড়েরা। উরুগুয়ের তারকা স্ট্রাইকার দারউইন নুনিয়েজ মারামারিতে বেশ উৎসাহী ছিলেন। কলম্বিয়ার সমর্থকদের তাক করে একের পর এক ঘুষি মেরেছেন। যদিও বেশির ভাগই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। চোটের কারণে সেমিফাইনালে খেলতে না পারা উরুগুয়ে সেন্টারব্যাক রোনাল্ড আরাউহোও এ সময় নুনিয়েজের পাশে ছিলেন এবং ঘুষি মেরেছেন।

আরও পড়ুন

উরুগুয়ে ডিফেন্ডার হোসে মারিয়া হিমিনেজ সংবাদমাধ্যমকে বলেন, গ্যালারির ওই অংশে উরুগুয়ের খেলোয়াড়দের পরিবারের সদস্যরা ছিলেন। তাঁদের কারও কারও সঙ্গে বাচ্চাও ছিল। কলম্বিয়ার সমর্থকেরা তাঁদের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন বলে অভিযোগ করেন হিমিনেজ। আর এ ঘটনা থেকেই মারামারির সূত্রপাত। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দর্শকদের সঙ্গে মারামারির এ ঘটনার আগে মাঠেই ম্যাচ শেষে বাদানুবাদে জড়িয়েছেন কলম্বিয়া–উরুগুয়ের খেলোয়াড়ার ও স্টাফরা।

সেমিফাইনাল ম্যাচ শেষে মাঠেই বাদানুবাদে জড়িয়েছেন দুই দলের খেলোয়াড়েরা
এএফপি

গতকাল কনমেবলের বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচের পরের সহিংস ঘটনাটি পর্যায়ক্রমিকভাবে বুঝতে এবং জড়িত ব্যক্তিদের দায়দায়িত্বের ব্যাপারে তদন্ত শুরু করেছে কনমেবল। বৈশ্বিক এই ফুটবল উৎসবের ক্ষতি করে এমন কোনো কাজ সহ্য করা হবে না, সে বিষয়টি আমরা পুনর্ব্যক্ত করে সতর্ক করছি। প্যাশনকে সহিংসতায় রূপান্তর করবে এমন ঘটনা অগ্রহণযোগ্য। এই প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো আচরণ সহ্য করা হবে না।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলেছে, কনমেবলের তদন্তে ১০ খেলোয়াড় আছেন।

আরও পড়ুন