‘এল ক্লাসিকো’তে আবার ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণ, তদন্ত করবে বার্সা

আবার বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিয়ুস জুনিয়ররয়টার্স

ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণ যেন থামছেই না। এবার বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’তে আবার ভিনিসিয়ুসের বর্ণবাদী আক্রমণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বার্সা জানিয়েছে, তারা যেকোনো ধরনের বর্ণবাদী আচরণের তদন্ত করবে।

গতকাল লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে বছরের প্রথম ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচের শুরুতে ইলকাই গুন্দোয়ানের গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে বার্সা সমর্থকদের স্তব্ধ করে দেন জুড বেলিংহাম। ২–১ গোলে ম্যাচ জিতে শীর্ষে উঠে মাঠ ছাড়ে ‘লস ব্লাঙ্কোস’ শিবির।

আরও পড়ুন

আর রিয়ালের ক্লাসিকো জেতার রাতেই নাকি বর্ণবাদী আচরণ হয়েছে ভিনির সঙ্গে। রিয়ালের অভিযোগ আমলে নিয়ে শুধু বার্সাই নয়, লা লিগা কর্তৃপক্ষও এ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে।

বার্সেলোনা ও লা লিগা দুই পক্ষই আলাদাভাবে এ ঘটনার তদন্ত করার ব্যাপারে বিবৃতি দিয়েছে। লা লিগা লিখেছে, ‘আমরা বর্ণবাদী আক্রমণের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করে যাচ্ছি এবং এ নিয়ে আমরা প্রাসঙ্গিক অভিযোগগুলো দায়ের করব।’ আর বিবৃতিতে বার্সা লিখেছে, ‘বার্সেলোনা সব সময় ফুটবল এবং খেলাধুলার চেতনাকে রক্ষা করে চলে। যেমন প্রতিপক্ষকে সম্মান করা। আমরা যেকোনো ধরনের বর্ণবাদী আচরণের তদন্ত করব।’

বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস
এএফপি

এক বছরের মধ্যে এ নিয়ে আটবারের মতো বর্ণবাদী আক্রমণের শিকার হলেন ভিনিসিয়ুস। ২০২২ সালে সেপ্টেম্বরে ওয়ান্ডা মেট্রিপলিটানোতে আতলেতিকো মাদ্রিদের ভক্তরা বর্ণবাদী গান গেয়ে ভিনিসিয়ুসকে কটাক্ষ করেন। একই মাসে কিছু ফুটবল বিশ্লেষক ভিনিসিয়ুসের গোল উদ্‌যাপন নিয়ে সমালোচনা করেন। ডিসেম্বরে তৃতীয়বারের মতো বর্ণবাদী আচরণের শিকার হন এই ব্রাজিলিয়ান।

এবার ভিনির প্রতি বর্ণবাদী আক্রমণ করেন রিয়াল ভ্যালাদোলিদের সমর্থকেরা। চলতি বছরের জানুয়ারিতে আবার আতলেতিকো সমর্থকদের বর্ণবাদী আক্রমণের মুখে পড়েন ভিনিসিয়ুস।

আরও পড়ুন

পরের মাসে একই ঘটনা ঘটে মায়োর্কার বিপক্ষে ম্যাচে। আর মার্চ মাসে বার্সেলোনার বিপক্ষে ভিনিসিয়ুসের বর্ণবাদী আক্রমণের মুখে পড়ার কথা জানায় লা লিগা। আর গতকালের আগে সর্বশেষ মে মাসে ভ্যালেন্সিয়া সমর্থকেরা ভিনির সঙ্গে বর্ণবাদী আচরণ করেন। সে ঘটনায় তিনজনকে আটকও করা হয়। এর মধ্যে ভিনির বিরুদ্ধে হওয়া বর্ণবাদী আচরণ নিয়ে সোচ্চার হয় গোটা ফুটবল বিশ্ব। নেইমারএমবাপ্পেরা ভিনির পাশে দাঁড়িয়ে বার্তা দেন। অবশ্য তাতেও বিশেষ কিছু বদলায়নি। মাঠে নামার পর নতুন করে আবার সেই বর্ণবাদী আক্রমণের শিকার হতে হলো এই উইঙ্গারকে।