জাহাঙ্গীরনগরকে শেষ আটে তুললেন কিংসের কিরণ

গোলের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উচ্ছ্বাসছবি: প্রথম আলো

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ক্যাম্পাসে এগিয়ে চলেছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। ঢাকা পর্বের প্রথম দল হিসেবে আজ কোয়ার্টার ফাইনালে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দিনের প্রথম ম্যাচে তারা ৪-০ গোলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে (বুটেক্স) হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বের টিকিট পেয়েছে।

‘এ’ গ্রুপে টানা জাহাঙ্গীরনগরের টানা দুই জয়ের নায়ক মাহমুদুল হাসান। কিরণ নামে পরিচিত এই ডিফেন্ডার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রহমতগঞ্জের সাবেক অধিনায়ক। এ মৌসুমে খেলেছেন প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে। শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে গত ফেডারেশন কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ আরেকটি ম্যাচের কিংসের একাদশে ছিলেন। জাহাঙ্গীরনগরকে শেষ আটে তুলে নেওয়ায় তাঁর বড় অবদান।

টুর্নামেন্টের ঢাকা পর্বের প্রথম দিনে ১৮ জুলাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বিপক্ষে জাহাঙ্গীরনগরের ২-০ গোলের জয়ে দুটি গোলই করেছিলেন কিরণ। ম্যাচসেরাও হয়েছিলেন সেদিন। আজও দুই গোল করে ম্যাচসেরা কিরণ। তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। সঙ্গে ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি।

আরও পড়ুন
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন জাহাঙ্গীরনগরের টানা দুই জয়ের নায়ক মাহমুদুল হাসান
ছবি: প্রথম আলো

পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত কিরণ সতীর্থদের ধন্যবাদ জানানোর পর বলে দিলেন শিরোপা জয়ের লক্ষ্যের কথা, 'সতীর্থরা সহযোগিতা না করলে আমি গোল করতে পারতাম না। এই খেলোয়াড়েরা কেউই পেশাদার ফুটবলার নয়। কেউ ক্লাস মিস করে হলেও খেলাধুলা চালিয়ে যায়, অনুশীলন করে। সেটারই ফল আমরা পাচ্ছি। তবে আমরা এখানেই না থেমে আরও সামনে যেতে চাই। চ্যাম্পিয়ন হতে চাই এই টুর্নামেন্টে।'

আজ দিনের দ্বিতীয় ম্যাচে শান্ত মারিয়াম ইউনির্ভাসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ৩-১ গোলে হারিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। গতকাল দিনের শেষ ম্যাচে শান্ত মারিয়াম ৬-০ গোলে হারিয়েছিল কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশকে। ১৮ ঘন্টার ব্যবধানে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আজও সহজেই জিতেছে শান্ত মারিয়াম। একটি গোল করে সোহানুর রহমান সজল হয়েছেন ম্যাচসেরা। প্রথম ম্যাচেও তিনি ছিলেন ম্যাচসেরা। আজ তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। সঙ্গে ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক সোহেল সাগর।

আরও পড়ুন
শান্ত মারিয়াম ইউনির্ভাসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির খেলোয়াড়দের উচ্ছ্বাস
ছবি: প্রথম আলো

পুরস্কার হাতে নিয়ে সতীর্থদের ধন্যবাদ দিলেন সজল । এই টুর্নামেন্ট কতটা ভালো লাগছে তাঁর, বললেন সেটাও, '' বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এত বড় টুর্নামেন্ট সুন্দর আয়োজন আমার চোখে পড়েনি। করোনার কারণে ৩-৪ বছর কোনো খেলাধুলা হয়নি। ইস্পাহানি-প্রথম আলোর এই আয়োজন আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। জাতীয় দল ও প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করছি। এটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে।'

শান্ত মারিয়াম ইউনির্ভাসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির খেলোয়াড়দের গোল উদ্‌যাপন
ছবি: প্রথম আলো

পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে আসা আশরাফউদ্দিন প্রশংসা করেন অংশ নেওয়া দলগুলোর, ' এই টুর্নামেন্টে শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই খেলছে। বিশ্ববিদ্যালয়গুলো নিয়ম মেনে তাদের ছাত্রদের খেলাচ্ছে। এটা এই টুর্নামেন্টের অন্যতম বড় অর্জন। ছাত্রদের জন্য একটা সুযোগ হলো খেলার। প্রতিভা বিকাশ করতে পারছে তারা। আমি বিশ্বাস করি এখান থেকে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে।'

দিনের শেষ ম্যাচে জিতেছে আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি (এআইইউবি)
প্রথম আলো

আজ দিনের শেষ ম্যাচে আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি (এআইইউবি) ৩–০ গোলে ইউনির্ভাসিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে (আইইউবিএটি) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন জয়ী দলের আল আমিন।