৩৫ শট নিয়ে ২ গোল পেল রিয়াল মাদ্রিদ
কাদিজ ০ : ২ রিয়াল মাদ্রিদ
জয় নিয়ে সংশয় ছিল কমই। রিয়াল মাদ্রিদ যখন শিরোপা লড়াইয়ে বার্সেলোনার পিছু ছুটছে, কাদিজ তখন অবনমন ঠেকাতে লড়ে যাচ্ছে। এমন দলের বিপক্ষে জয়টা বরং কত গোল ব্যবধানে হবে, সেটিই ছিল দেখার।
ম্যাচজুড়ে করিম বেনজেমা, মার্কো আসেনসিও, রদ্রিগোরা একের পর এক শট নিয়ে গেলেন। মুহূর্মূহু আক্রমণের তোড়ে মৌসুমে এক ম্যাচে সবচেয়ে বেশি শটের রেকর্ডও গড়ে ফেলল রিয়াল মাদ্রিদ। কিন্তু গোল পাওয়া গেল মাত্র দুটি। নাচো এরনান্দেজ আর আসেনসিওর দেওয়া গোল দুটির সুবাদে কাদিজকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল কার্লো আনচেলত্তির দল। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২৮ ম্যাচে ৭২। এক ম্যাচ বেশি খেলে রিয়ালের ৬২।
আন্দালুসিয়ান ক্লাবগুলোর মাঠে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার সুখস্মৃতি নিয়ে কাদিজের মাঠে নামে রিয়াল। চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের দল থেকে ছয়টি পরিবর্তন আনেন আনচেলত্তি।
যার মধ্যে মাঝমাঠে লুকা মদরিচ ও টনি ক্রুজের জায়গায় অঁরেলিয়ে চুয়ামেনি ও দানি সেবায়োস আর উইংয়ে ভিনিসিয়ুসের জায়গায় আসেনসিওর সংযোজনের প্রভাব ছিল স্পষ্ট।
অবশ্য মাঝমাঠ ও ফরোয়ার্ডের রসায়নে প্রচুর আক্রমণ হলেও গোল পাওয়া যাচ্ছিল না কিছুতেই। ম্যাচে রিয়াল প্রথম গোল পায় ৭২ মিনিটে, নাচোর সৌজন্যে। চার মিনিট পর দ্বিতীয় গোলটি করেন আসেনসিও। এটি তাঁর চলতি মৌসুমে দশম গোল।
ম্যাচে মোট ৩৫টি শট নিয়েছে রিয়াল মাদ্রিদ। যা এবারের লা লিগায় এক ম্যাচে কোনো দলের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল আলমেরিয়ার বিপক্ষে রিয়ালেরই ২৯ শট।
কাদিজের গোলমুখে রিয়ালের আনাগোনা কত বেশি ছিল, তার সাক্ষ্য দিচ্ছে আরেকটি সংখ্যা। কাদিজের বক্সে মোট ৬৯ বার বল স্পর্শ করেছে রিয়াল। যা চলতি মৌসুমে প্রতিপক্ষের বক্সে কোনো দলের সর্বোচ্চ।
রেকর্ড ৩৫ শটের মধ্যে মাত্র ১২টি লক্ষ্যে রাখতে পেরেছে রিয়াল। যার মধ্যে গোলে পরিণত হয়েছে মাত্র দুটি।