২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মেসির আর্জেন্টিনা এখন র‍্যাঙ্কিংয়েও ১ নম্বর

মেসিরা এখন বিশ্বের এক নম্বর দলফাইল ছবি রয়টার্স

২০১৭ সালের এপ্রিলে প্রতিবেশী ব্রাজিলের কাছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব খুইয়েছিল আর্জেন্টিনা। ছয় বছর পর আরেক এপ্রিলে সেই ব্রাজিলকে সরিয়েই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে মেসির দল। দুই ধাপ পিছিয়ে ব্রাজিল নেমে গেছে তিনে। কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এক ধাপ এগিয়ে উঠেছে দুইয়ে।

আর্জেন্টিনা যে পঞ্চমবারের মতো শীর্ষে উঠছে, সেটি নিশ্চিত হয়েছিল গত মাসে পানামা ও কুরাসাওয়ের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ জয়ের পরপরই। অন্যদিকে ব্রাজিল হেরেছে মরক্কোর বিপক্ষে খেলা একমাত্র প্রীতি ম্যাচে। অবশ্য খুব বেশি পার্থক্য নেই পয়েন্টের হিসাবে। শীর্ষ দল আর্জেন্টিনার পয়েন্ট ১৮৪০.৯৩, ব্রাজিলের পয়েন্ট ১৮৩৪.২১। দুইয়ে ওঠা ফ্রান্সের পয়েন্ট ১৮৩৮.৪৫।

কুরাসাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছেন লিওনেল মেসি
ছবি: রয়টার্স

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ২.৫৫, ফ্রান্সের বেড়েছে ১৫.০৬। অন্যদিকে ব্রাজিল হারিয়েছে ৬.৫৬ পয়েন্ট।

শীর্ষ ১০–এ আর কোনো পরিবর্তন নেই। বেলজিয়াম চারে, ইংল্যান্ড পাঁচে। এর পরের পাঁচটি স্থানে আছে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন।

শীর্ষ ১০ দল

আরও পড়ুন

বাংলাদেশ ১৯২ নম্বরেই

সেশেলসের সঙ্গে দুই ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে ড্র করা বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে। পয়েন্ট অবশ্য কমেছে একটি, ৮৮৪.৪৫ থেকে কমে হয়েছে ৮৮৩.৮৮। বাংলাদেশের প্রতিপক্ষ সেশেলস এগিয়েছে দুই ধাপ, উঠেছে ১৯৭তম স্থানে।

দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে ভারত (১০১), মালদ্বীপ (১৫৪), নেপাল (১৭৪) ও ভুটান (১৮৫)। বাংলাদেশের নিচে আছে পাকিস্তান (১৯৫) ও শ্রীলঙ্কা (২০৭)।

আরও পড়ুন