১৯ ম্যাচে অপরাজিত, তবু কেন সিরি ‘আ’তে ৫ নম্বরে জুভেন্টাস

চলতি মৌসুমে কোনো ম্যাচে হারেনি জুভেন্টাসরয়টার্স

লিগে ১৯ ম্যাচ খেলে অপরাজিত। এমন পরিসংখ্যানই তো দেখতে চায় সব দল। এমন কিছু কোচদেরও দেয় স্বস্তি। অর্ধেক মৌসুম পেরিয়ে কোনো ম্যাচ না হারার ঘটনা উজ্জ্বল করে ‘ইনভিন্সিবল’ বা অজেয় থেকে মৌসুম শেষ করার স্বপ্নও।

কিন্তু চলতি মৌসুমে সিরি ‘আ’তে প্রথম ১৯ ম্যাচে অপরাজিত থেকেও স্বস্তি থাকতে পারছেন না জুভেন্টাস কোচ থিয়াগো মোত্তা। কোনো ম্যাচ না হারলেও যে তাঁর দল ভালো অবস্থানে নেই, এই মুহূর্তে আছে পয়েন্ট তালিকার পাঁচে। সর্বশেষ পরশু রাতেও সিরি ‘আ’তে তুরিন ডার্বিতে তুরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস।

সিরি ‘আ’তে ১৯ ম্যাচে ৭টি জয় পাওয়া জুভেন্টাস ড্র করেছে ১২টিতে। দলটির পয়েন্ট এখন ৩৩। শীর্ষে থাকা নাপোলির চেয়ে তুরিনের ক্লাবটি পিছিয়ে ১১ পয়েন্টে, ১৯ ম্যাচে নাপোলির পয়েন্ট ৪৪।

আরও পড়ুন

জুভেন্টাস না হারলেও বড় ব্যবধানে এগিয়ে থাকা নাপোলি কিন্তু এরই মধ্যে হেরেছে ৩ ম্যাচে। তবে হার নয়, দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে জেতা ম্যাচের সংখ্যা। জয়ে ৩ পয়েন্ট, ড্র-তে ১—কারণটা তো জানাই। প্রথম ১৯ ম্যাচে জুভেন্টাসের দ্বিগুণ ১৪টি ম্যাচ জিতেছে নাপোলি।

সাম্প্রতিক সময়ে ম্যাচ শেষে এমন উৎসব আর থাকেনি জুভেন্টাসের
রয়টার্স

অপরাজিত থেকে লিগ শিরোপা জয়ের কীর্তিটা বড় কিছুই। দারুণ প্রতিদ্বন্দ্বিতাময় পেশাদার ফুটবলের এই যুগে পুরো মৌসুমে একটি ম্যাচও না হারাটাকে বিরল কীর্তিই। গত মৌসুমে অপরাজিত থেকে জার্মানির বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়ে বায়ার লেভারকুসেন কম হইচই ফেলেনি।

তবে লেভারকুসেনের মতো বড় স্বপ্ন দেখতে পারছে না ‘তুরিনের বুড়ি’ জুভেন্টাস। এমনকি দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের চেয়েও বড় ব্যবধানে পিছিয়ে আছে জুভরা। ফলে লিগ শিরোপার স্বপ্ন দূরে রেখে আপাতত সেরা চার থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াটাকেই পাখির চোখ করতে হচ্ছে জুভদের।

আরও পড়ুন

মৌসুমজুড়ে লিগে অপরাজিত থেকেও শিরোপা জিততে না পারার দৃষ্টান্ত অবশ্য আরও আছে। ১৯৭৮-৭৯ মৌসুমে সিরি ‘আ’তেই দেখা গিয়েছিল এমন ঘটনা। সেবার ৩০ ম্যাচের লিগে অপরাজিত থেকেও রানার্সআপ হয়েছিল পেরুজিয়া।

৩০ ম্যাচে ১১ জয় ও ১৯ ড্রয়ে ৪১ পয়েন্ট পেয়েছিল ক্লাবটি। সে মৌসুমে ৪৪ পয়েন্ট নিয়ে শিরোপা জেতা এসি মিলান তিন ম্যাচে হেরেছিল। এ ছাড়া পর্তুগাল, সার্বিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশের লিগেও অপরাজিত থেকে শিরোপাহীন মৌসুম শেষ করার দৃষ্টান্ত আছে।

আরও পড়ুন

জুভেন্টাস অবশ্য এর আগেও অপরাজিত থেকে লিগ শেষ করেছিল। ২০১১-১২ মৌসুমে লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। সেবার ৩৮ ম্যাচে ২৩টিতে জয় ও ১৫টিতে ড্র করেছিল জুভেন্টাস।