পিএসজিতে থেকে যাওয়ার ইঙ্গিত নেইমারের

পিএসজির সঙ্গে আরও ২ বছর চুক্তি আছে নেইমারেরছবি : টুইটার

লিওনেল মেসি চলে গেছেন, কিলিয়ান এমবাপ্পেও ‘যাই যাই’ করছেন। অনেক দিন আগেই খবর বেরিয়েছে, নেইমারকেও ছেড়ে দিতে চায় পিএসজি। ব্রাজিলিয়ান তারকাকে পিএসজির ছেড়ে দিতে চাওয়ার খবর শুনে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলো তাঁকে পাওয়ার লড়াইয়ে নেমেছে—এমন গুঞ্জনও শোনা গেছে।

লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলিস ও আর্সেনাল—প্রিমিয়ার লিগের এই চার বড় ক্লাব নেইমারকে নিতে চায় বলে খবর এসেছে অনেক আগেই। সেই খবরের মধ্যেই আবার শোনা যায়, নেইমার বার্সেলোনায় ফিরতে চান। শুধু বেতনের বিষয়টি ছাড়া বাকি সব শর্ত মিলে গেছে বলেও খবর এসেছিল।

নেইমারের দলবদল নিয়ে আলোচনা যখন এ রকম, ব্রাজিলিয়ান তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ইঙ্গিত দিলেন, তিনি পিএসজিতেই থেকে যেতে চান। কী সেই পোস্ট, যেটা দেখে মনে হচ্ছে নেইমার পার্ক দে প্রিন্সেসেই থাকতে চান!
নতুন সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে নেইমার পোস্ট করেছেন, ‘পার্টি মৌসুম ২৩/২৪।’ এটা লিখে ফ্রান্সের পতাকার ইমোজি দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়েছেন একটি ব্যক্তিগত বিমানের ছবি।

চোট থেকে সেরে ওঠার পথে নেইমার
ছবি : টুইটার

চেলসি নেইমারকে সেই ২০১০ সালেই নিতে চেয়েছিল। সে সময় সান্তোসে খেলা নেইমার তখন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। পরে ২০১৩ সালে তিনি নাম লেখান বার্সেলোনায়। সেখান থেকে দলবদলের বিশ্ব রেকর্ড (২২ কোটি ২০ লাখ ইউরো) গড়ে ২০১৭ সালে যোগ দেন পিএসজিতে। প্যারিসের ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আরও দুই বছর আছে।

আরও পড়ুন

গত মৌসুমের মাঝামাঝি সময়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া নেইমার এ মাসের শেষ দিকে পিএসজির অনুশীলনে ফিরবেন বলে আশা করছে ক্লাবটি।