২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সতীর্থের গায়ে মেসির বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার উল্কি

লিওনেল মেসির এই ছবিটিকে উল্কি করিয়েছেন সতীর্থ ওতামেন্দিছবি: রয়টার্স

কাতার বিশ্বকাপের আগের জীবন এবং পরের জীবন লিওনেল মেসির জন্য একেবারেই ভিন্ন। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে মেসি এমন কিছু দেখছেন, যা আগে কখনো দেখেননি। ১৮ ডিসেম্বরের সেই স্মরণীয় রাতের পর সম্ভাব্য যত সম্মান ও শ্রদ্ধা আছে, সবকিছুই যেন মেসির পায়ে লোটাচ্ছে। ক্লাব, ফেডারেশন, খেলোয়াড়, ভক্ত, অন্য খেলার খেলোয়াড় এমনকি নিজের পরিবার থেকেও আর্জেন্টাইন জাদুকর পেয়েছেন বিশেষ শ্রদ্ধা।

তবে এবার নিজের সতীর্থের কাছ থেকে মেসি যে সম্মাননাটি পেয়েছেন, সেটিকে বিশেষই বলতে হবে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য নিকোলাস ওতামেন্দি মেসিকে সম্মান জানাতে এবং মেসির বিশ্বকাপ ছুঁয়ে দেখার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে নিজের গায়ে উল্কি করিয়েছেন। সেই উল্কি করার ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন ওতামেন্দি, যা আপ্লুত করেছে মেসিকেও।

আরও পড়ুন

বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণের অন্যতম ভরসা ছিলেন ওতামেন্দি। গুরুত্বপূর্ণ সময়ে একাধিকবার দলকে রক্ষাও করেছেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। ফাইনাল শেষে মেসির হাতে বিশ্বকাপের যে ট্রফিটি উঠেছে, সেটাতে অবদান আছে ওতামেন্দিরও।

এবার ফাইনাল শেষের স্মরণীয় সেই মুহূর্ত নিজের শরীরে ধরে রাখলেন তিনি। নিজের গায়ে মেসির বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার ছবিটির উল্কি করিয়েছেন ওতামেন্দি। পাশাপাশি তিনি সেখানে লিখেছেন, ‘তারা আমাকে কীভাবে বোঝাবে যে জাদুর অস্তিত্ব নেই?’

আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি

ওতামেন্দির এই উল্কি করানোর ভিডিও মেসির ইনস্টাগ্রাম ‘ওয়ালে’ যেতে খুব একটা সময় লাগেনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এর জবাব দিতেও দেরি করেননি মেসি। তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ ট্রফি জয়ের পর অসাধারণ সব বিষয় আমি দেখেছি। কিন্তু একজন সতীর্থ এবং নিকোলাস ওতামেন্দির মতো বন্ধুর উল্কি আঁকার এই দৃশ্য বিশেষের চেয়েও বেশি কিছু। অনেক ধন্যবাদ ওতা।’

আরও পড়ুন

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর দলের প্রথম সদস্য হিসেবে উল্কি করান আনহেল দি মারিয়া। তাঁর ডান হাঁটুতে বিশালাকার বিশ্বকাপ ট্রফি এবং তিন তারকার উল্কি আঁকেন এই উইংগার। লিয়ান্দ্রো পারেদেস তাঁর পায়ের নিচের অংশে আঁকেন বিশ্বকাপের ট্রফি, সঙ্গে বিশ্বকাপ ফাইনালের তারিখটিও লিখে রেখেছেন।

আরও পড়ুন

নিজের বিশ্বকাপ উঁচিয়ে ধরার উল্কি পায়ে এঁকেছেন নিকোলাস তালিয়াফিকো। এমিলিয়ানো মার্তিনেজের বিখ্যাত সেই সেইভসহ একাধিক উল্কি শরীরে এঁকেছেন পাপু গোমেজ। মার্তিনেজ নিজেও বিশ্বকাপের ট্রফির উল্কি এঁকেছেন নিজের পায়ে। নিজে না দেখালেও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক খবরে মেসির উল্কি আঁকানোর কথাও জানিয়েছে।