মেসি ‘আমেরিকার নাম্বার ১০’
‘আমি স্বপ্ন দেখেছিলাম, বিশ্বের সেরা খেলোয়াড়কে এই দারুণ শহরে নিয়ে আসব। সেই স্বপ্ন এখন বাস্তব’—ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির আড়াই বছরের চুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে কথাগুলো লিখেছেন ডেভিড বেকহাম। আর আজ মঞ্চেই উঠেই বললেন, ‘স্বপ্ন সত্যি হলো।’
কোন মঞ্চ, সেটা নিশ্চয় বুঝে নিয়েছেন। মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে আজকের দিনটিকেই বেছে নিয়েছিল ইন্টার মায়ামি। জমকালো আয়োজনে সেটা করেও ফেলল মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে বরণের বিশেষ এই আয়োজনের নাম দেওয়া হয়েছিল ‘দ্য আনভেইল’ বা উন্মোচন। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় দুই ঘণ্টা পর। এতেও অনুষ্ঠানের বিশেষত্ব কমেনি। ফ্লোরিডার পোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে তুমুল হর্ষধ্বনি আর করতালিতে মেসিকে স্বাগত জানিয়েছেন ইন্টার মায়ামির সমর্থকেরা।
ক্লাবের সহমালিক বেকহাম ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘লিও, আমরা খুবই গর্বিত যে তুমি ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ের জন্য আমাদের ক্লাবকে বেছে নিয়েছ।’ আজ মেসিকে পাশে রেখে তাঁকে চমকে দিতে স্প্যানিশ ভাষায় কথা বলেন সাবেক ইংলিশ অধিনায়ক, ‘বিয়েনভেনিদো আ নুয়েস্ত্রো ফামিলিয়া, লিও’। যার অর্থ—আমাদের পরিবারে তোমাকে স্বাগত, লিও।’ বেকহামের মুখে স্প্যানিশ শোনার পর গ্যালারিতে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়।
ক্লাবের সিংহভাগ অংশের মালিক দুই ভাই—জর্জ ম্যাস ও হোসে ম্যাস। কিউবান বংশোদ্ভূত দুই মার্কিন ব্যবসায়ীও মেসিকে বরণ করে নিতে এসেছিলেন। দোভাষী জর্জ ম্যাস বলেছেন, ‘আজকের রাত এই শহরের জন্য একটি উপহার ও উদ্যাপনের। আমরা বৃষ্টির মধ্যেই আনন্দ করছি। এই জল পবিত্র।’
মেসি যুক্তরাষ্ট্রে পা রাখার পর প্রেসিডেন্ট জো বাইডেন আর দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি নন—সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল পেজগুলো এখন এ ধরনের পোস্টে সয়লাব। জর্জ ম্যাস অবশ্য এ ধরনের মজা করেননি। তবে বক্তব্যের শেষটায় মেসিকে যুক্তরাষ্ট্রের নাম্বার ১০ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, ‘সময় এখন আমাদের। দেশের ফুটবল প্রকৃতি বদলে দেওয়ার এটাই সঠিক মুহূর্ত। এই যে আপনাদের নতুন নাম্বার ১০, আমেরিকার নাম্বার ১০।’