রোনালদো-ক্রুসের ইউরো–অধ্যায়ের শেষ কি আজই

ক্রিস্টিয়ানো রোনালদো ও টনি ক্রুসইনস্টাগ্রাম

স্পেন ও জার্মানি—আন্তর্জাতিক ফুটবলের দুই পরাশক্তি, সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন, ইউরো ইতিহাসে সবচেয়ে সফল দুই দলও। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় স্টুটগার্টে ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে সেই দুই দল। 

আজ রাতে ইউরোতে আছে আরেকটি মহারণও। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল হামবুর্গে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের। এই দুই ম্যাচের জয়ীরাই মুখোমুখি হবে ৯ জুলাইয়ের প্রথম সেমিফাইনালে। 

ফুটবলের ঝলমলে রাতে বেজে উঠতে পারে বিদায়ের রাগিণীও। তিনবারের চ্যাম্পিয়ন ও এবারের স্বাগতিক জার্মানি বিদায় নিলে টনি ক্রুসের শেষ ম্যাচ হয়ে থাকবে জার্মানি-স্পেন ম্যাচটি। জার্মান মিডফিল্ডার যে বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছেন আগেই!

আরও পড়ুন

ওদিকে হামবুর্গের ম্যাচটি হয়ে যেতে পারে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে পর্তুগালের জার্সিতে দেখার শেষ উপলক্ষ। রোনালদো অবশ্য কোনো ঘোষণা দেননি, তবে পর্তুগাল হেরে গেলে ৩৯ বছর বয়সী মহাতারকাকে মেরুন-সবুজ জার্সিতে আর দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। দ্বিতীয় রাউন্ডে স্লোভেনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর কেঁদে ফেলে যেন পরোক্ষে সেই ইঙ্গিতই দিয়ে রেখেছেন সৌদি আরবে ক্লাব ফুটবল খেলা রোনালদো। 

এই নিয়ে টানা তৃতীয় ইউরোতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও পর্তুগাল। ২০১৬ সালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েই প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। ২০২১ সালে একই গ্রুপে পড়েছিল দুই দল। ২-২ গোলে ড্র ম্যাচটিতে পেনাল্টি থেকে ২টি গোল করেছিলেন রোনালদো। 

সেই রোনালদো এবার এখন পর্যন্ত ২০টি শট নিয়েও গোলের দেখা পাননি ইউরোতে। পর্তুগালের জার্সিতে ২১২তম ম্যাচ খেলতে যাওয়া সিআর সেভেন নিশ্চিত ম্যাচের সংখ্যাটাকে এখানেই থামিয়ে দিতে চাইবেন না। 

রোনালদোর মতো গোলখরা যাচ্ছে তাঁর দলেরও। শেষ দুই ম্যাচে গোল পায়নি পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্জিয়ার কাছে ০-২ গোলে হারা রবার্তো মার্তিনেজের দল শেষ ষোলোতে গোলশূন্য ম্যাচে স্লোভেনিয়াকে হারিয়েছে টাইব্রেকারে। 

এমবাপ্পের ফ্রান্সও গোলের সঙ্গে যেন আড়িই দিয়েছে। এ পর্যন্ত খেলা চার ম্যাচে ফ্রান্স গোল করেছে তিনটি। এর ২টিই প্রতিপক্ষের উপহার দেওয়া আত্মঘাতী গোল। অন্য গোলটি পেনাল্টি থেকে করেছেন অধিনায়ক এমবাপ্পে। 

আরও পড়ুন

এমবাপ্পে অবশ্য ভাঙা নাক নিয়ে বিপদেই আছেন। তাঁকে খেলতে হচ্ছে বিশেষ মাস্ক পরে। সেই মাস্কে ফ্রান্স অধিনায়ক যে স্বস্তি পাচ্ছেন না, সেটি স্পষ্ট তাঁর খেলায়। এমবাপ্পে নিজেও বলেছেন তা। তবে দলটির সহকারী কোচ গাই স্তেফান বুধবার আশা প্রকাশ করলেন কোয়ার্টার ফাইনালেই আসল এমবাপ্পেকে পাওয়া যাবে, ‘তাঁর যে নাক ভেঙে গেছে, সেই বিষয়টাকে মনে হয় আমরা একটু কম গুরুত্ব দিচ্ছি।

এটা কোনো অজুহাত নয়, তবে সে ওই সংঘর্ষের পর মানসিকভাবে অস্বস্তিতে আছে। আর সে তো নিজেই বলেছে, মাস্ক পরে খেলা সহজ নয়। মৌসুম শেষে সে একটু ক্লান্তও। তবে কিলিয়ান তো কিলিয়ানই আছে। ২০২১ সাল থেকে সে প্রায় প্রতি ম্যাচেই গোল পেয়েছে।’ 

পেনাল্টি মিস করে কেঁদেছিলেন রোনালদো
এএফপি

পর্তুগিজ তারকা রোনালদো গোলখরা কাটালে ইউরো ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়বেন। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন রোনালদোর ফর্ম নিয়ে মোটেও ভাবছেন না তিনি, ‘(কেঁদে) সে যে আবেগ দেখিয়েছে তার মতো সর্বজয়ী ও অভিজ্ঞ একজনের জন্য যেটি অবিশ্বাস্য। তার এতটা ভাবার দরকার নেই। আর এ কারণেই আমি তাকে ধন্যবাদ দিয়েছি। আমাদের ঐক্যবদ্ধ একটি দল আছে, আমাদের শক্তি জোগান দেয় এটিই। দিয়োগো (কস্তা) যে তিনটি পেনাল্টি বাঁচাল, সেটিই এর প্রমাণ।’ 

ফ্রান্স ও পর্তুগাল গোলখরায় ভুগলেও জার্মানি আর স্পেন আছে বিপরীত মেরুতে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল দেওয়া দুই দল এরাই। জার্মানি করেছে ১০ গোল, স্পেন ৯টি। লক্ষ্যে শট নেওয়ায় সবার ওপরে এই দুই দল। 

ক্রুসের ইউরো অভিযান কি আজকেই শেষ
এএফপি

এই ম্যাচটাকেই রিয়াল মাদ্রিদ সতীর্থ টনি ক্রুসের শেষ ম্যাচ বানানোর ঘোষণা দিয়েছেন স্পেনের হোসেলু। পরশু সংবাদ সম্মেলনে এই স্ট্রাইকার কথা বলেন ক্রুসকে নিয়ে, ‘এটা খুবই দুঃখজনক যে টনিকে (ক্রুস) এভাবে বিদায় দিতে হবে আমাদের। আশা করছি, শুক্রবারের ম্যাচটি জিতব, আর এটি টনির শেষ ম্যাচ হয়ে থাকবে। আমি টনিকে ভালোবাসি, তার ভালো চাই, কিন্তু আমি মনে করি শুক্রবারই টনির শেষ ম্যাচ হবে।’ 

তবে ক্রুস নিশ্চিত করেই ‘ফাইনালের আগে ফাইনাল’টাকে নিজের শেষ ম্যাচ ভাবছেন না। ২৮ বছর পর জার্মানিকে চতুর্থ ইউরো জিতিয়েই বিদায় নেওয়ার ইচ্ছা রিয়ালের হয়ে শেষ ম্যাচে চ্যাম্পিয়নস লিগ জেতা ক্রুসের।