অভিষেকে ভালো খেলায় ফাবিনিওকে রোলেক্স ঘড়ি উপহার সাংবাদিকের
প্রো লিগকে নক্ষত্রপুঞ্জ বানাতে ইউরোপ থেকে আকাশচুম্বী পারিশ্রমিকে তারকা ফুটবলারদের দলে ভেড়ানোর যে কর্মযজ্ঞ শুরু করেছে সৌদি আরব, তাতে আছেন ফাবিনিও-ও। কিন্তু সৌদি আইনে ‘বিপজ্জনক ও আক্রমণাত্মক’ কুকুর পালন নিষিদ্ধ হওয়ায় নিজের দুটি কুকুর দেশটিতে নিয়ে যাওয়ার অনুমতি পাচ্ছিলেন না। তাই আল ইত্তিহাদের সঙ্গে তাঁর চুক্তি ঝুলে ছিল।
শেষ পর্যন্ত কুকুর সমস্যার সমাধান করে ৪ কোটি ৬৭ লাখ ইউরোর (৫৫৮ কোটি টাকা) বিনিমিয়ে লিভারপুল ছেড়ে আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন ফাবিনিও। জেদ্দার ক্লাবটিতে ব্রাজিলিয়ান তারকা সতীর্থ হিসেবে পেয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে সর্বজয়ী করিম বেনজেমা ও চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এনগোলো কান্তেকে। তাঁদের বর্তমান কোচ টটেনহাম, উলভারহাম্পটন ও ভ্যালেন্সিয়ার মতো ক্লাবের ডাগআউট সামলানো নুনো এসপিরিতো সান্তো।
আল ইত্তিহাদের হয়ে গত রাতে বেনজেমা-কান্তের সঙ্গে ফাবিনিওরও অভিষেক হয়েছে। সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে আল রাইদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আল ইত্তিহাদ। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলেছেন ফাবিনিও। ২৯ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার আল ইত্তিহাদের রক্ষণ যেমন আগলে রেখেছেন, আক্রমণভাগেও বলের জোগান দিয়েছেন। এমন পারফর্ম বহুবার লিভারপুলের হয়েও করেছেন। উপহার হিসেবে পেয়েছেন বড়জোর ম্যাচসেরার পুরস্কার।
তবে সৌদি ফুটবলে অভিষেকের রাতেই ফাবিনিওর জন্য এত ‘সারপ্রাইজ’ অপেক্ষা করছে, সেটা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি। কাল আল ইত্তিহাদের জয়ের পর দলের সঙ্গে স্টেডিয়াম থেকে বের হচ্ছিলেন ফাবিনিও। এমন সময় তাঁকে ডাকেন এক ব্যক্তি। এরপর তাঁর পকেট থেকে বের করেন একটি ঘড়ি; যেটা পরিয়ে দেন ফাবিনিওর হাতে। হাসিমুখে সেই উপহার গ্রহণ করেন ব্রাজিলিয়ান তারকা। ওই ব্যক্তিকে একাধিকবার ধন্যবাদও দেন। চলে যাওয়ার সময় অসাবধানতাবশত ঘড়িটি ফাবিনিওর হাত থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেটা তুলে নিয়ে আবার হাঁটা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই মুহূর্তের ভিডিও থেকে জানা যায়, ফাবিনিওকে ঘড়ি উপহার দেওয়া ব্যক্তির নাম ইব্রাহিম আল ফ্রাইয়ান; পেশায় একজন সাংবাদিক। ছয়-ছয়টি বিশ্বকাপ কাভার করার অভিজ্ঞতা আছে তাঁর। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও আল ফ্রাইয়ানের যোগাযোগ আছে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে ক্রীড়া ধর্মান্ধতা প্রত্যাখ্যান বিষয়ে ডক্টরেট ডিগ্রিও পেয়েছেন। তিনি ফাবিনিওকে যে ঘড়ি দিয়েছেন, সেটা যেনতেন উপহার নয়। ঘড়িটি বিশ্বখ্যাত ব্র্যান্ড রোলেক্সের!
ঘড়িটির আনুমানিক দাম কত, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে দেখা গেল, সৌদিতে সর্বনিম্ন দামের রোলেক্স ঘড়ি কিনতেও ১ লাখ ৬৭ হাজার টাকা খরচ করতে হয়। আর এই ব্র্যান্ডের সবচেয়ে মূল্যবান ঘড়িটির দাম ১ কোটি ৩১ লাখ টাকা।
ফাবিনিওকে ঘড়ি উপহার দেওয়ার কারণ জানাতে গিয়ে আল ফারিয়ান টুইটারে লিখেছেন, ‘আমার বন্ধুকে অনেক ধন্যবাদ...ফাবিনিও ম্যাচের সেরা খেলোয়াড় ছিল। তাই ওকে রোলেক্স উপহার দিয়েছি।’
সৌদি ফুটবলে অভিষেক ম্যাচের পর ক্রীড়াবিষয়ক টিভি চ্যানেল আলরিয়াদিয়ার সঙ্গে কথা বলেছেন ফাবিনিও। ম্যাচটাকে মূল্যায়ন করেছেন এভাবে, ‘প্রচণ্ড গরমে ঝলসে যাওয়ার মতো আবহাওয়ার মধ্যেও আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি। প্রথমার্ধে খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলেছি। আমরা ৩ গোল করেছি। আরও গোল করা উচিত ছিল। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা ও ছন্দ ধরে রাখা।’
আল ইত্তিহাদের হয়ে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন ফাবিনিও, ‘পাঁচ বছর লিভারপুলে খেলেছি। এই পজিশনে (ডিফেন্সিভ মিডফিল্ড) বিশ্বমানের একজন হতে পেরেছি। এরপরও উন্নতির আরও জায়গা আছে। নিজেকে এখনো তরুণ মনে করি। সবে প্রথম ম্যাচ খেললাম। আরও অনেক কিছু করার বাকি। সামনের দিনগুলোতে নিজেকে আরও বিকশিত করতে চাই। দলের সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখতে চাই।’
সৌদি ধনকুবেরদের এমন উপহার এটাই প্রথম নয়। এ বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলেছে আরেক সৌদি ক্লাব আল হিলাল। দল অনেক বড় সাফল্য পাওয়ায় প্রতিপক্ষের মাঠে খেলতে যাওয়ার জন্য বোয়িং ৭৪৭-৪০০ মডেলের একটি বিলাসবহুল উড়োজাহাজ উপহার দিয়েছেন দেশটির যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল আল সৌদ। বিশ্বের শীর্ষ প্রাইভেট জেট ও হেলিকপ্টার পরিষেবা প্রতিষ্ঠান ‘অ্যারোঅ্যাফেয়ার্স’-এর হিসাবে, ওই উড়োজাহাজের দাম ২ হাজার ৪০০ কোটি টাকা।