এমবাপ্পেকে রিয়ালের স্কোয়াডে ঠাসানোর চিন্তা করছেন আনচেলত্তি

সান্তিয়াগো বার্নাব্যুতে মঞ্চে দাঁড়িয়ে রিয়াল সমর্থকদের প্রতি এমবাপ্পেএএফপি

৮০ হাজার দর্শকের উপস্থিতিতে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘ অপেক্ষার পর এখন স্বপ্নের ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় এই ফরাসি তারকা। এমবাপ্পের রিয়ালের হয়ে মাঠে নামার সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও কিন্তু অনিশ্চয়তা কম নয়। সবচেয়ে বড় প্রশ্ন, কার্লো আনচেলত্তি তারকা ঠাসা দলটিতে এমবাপ্পেকে খেলাবেন কীভাবে?

গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা রিয়াল তারকায় ভরপুর। বিশেষ করে দলটির আক্রমণভাগে বিশ্বসেরাদের ছড়াছড়ি। যে তালিকায় জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো অন্যতম। এ ছাড়া তরুণদের মধ্যে এনদ্রিক, আরদা গুলের কিংবা ব্রাহিম দিয়াজরাও আছেন। এত তারকারা ভিড়ে এমবাপ্পের জায়গা আসলে কোথায়?

আরও পড়ুন

এমবাপ্পে সাধারণত লেফট–উইঙ্গার হিসেবে খেলে থাকেন। ফ্রান্স জাতীয় দল ও সাবেক ক্লাব পিএসজিতে এই ভূমিকাতেই বেশির ভাগ সময় খেলতে দেখা গেছে তাঁকে। রিয়ালে একই পজিশনে খেলেন ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান এই উইঙ্গার গত মৌসুমে ইউরোপের অন্যতম সেরা তারকাদের একজন। রিয়ালের লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতার এ নায়ক ব্যালন ডি’অর জেতার অন্যতম দাবিদারও বটে।

এখন এমবাপ্পেকে জায়গা দিতে গিয়ে দারুণ ছন্দে থাকা ভিনিসিয়ুসকে যদি অন্য পজিশনে খেলতে হয়, সেটি তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। আবার এমবাপ্পে যদি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন, তবে জায়গা সংকুচিত হয়ে যেতে পারে বেলিংহামের জন্যও। এই পজিশনে গত মৌসুমে দারুণ সফল ছিলেন এ ইংলিশ তারকা। অন্যদিকে ডান প্রান্তে রদ্রিগোর জায়গাও অনেকটা নিশ্চিত।

ভিনিসিয়ুস (বাঁয়ে) ও বেলিংহামের সঙ্গে দেখা যাবে এমবাপ্পেকেও
এএফপি

এমন পরিস্থিতিতে চারজনকে একসঙ্গে খেলাতে হলে আনচেলত্তিকে নতুন ট্যাকটিক্যাল ফরমেশন বের করে নেওয়ার বিকল্প নেই। সে ক্ষেত্রে আগামী মৌসুমে রিয়ালের আক্রমণভাগ কেমন হবে, তা নিশ্চিতভাবেই ফুটবলপ্রেমীদের আকর্ষণের বিষয় হবে।

সম্প্রতি রিয়ালের আক্রমণভাগে এমবাপ্পের জায়গা নিয়ে কথা বলেছেন কোচ আনচেলত্তিও। গিফোনি চলচ্চিত্র উৎসবে রিয়ালের ‘নতুন গ্যালাকটিকো’র লাইনআপ নিয়ে ইতালিয়ান এ কোচ বলেছেন, ‘আমরা তার (এমবাপ্পে) জন্য একটা জায়গা বের করে নেব। আমরা তাকে ঠাসিয়ে দেব।’

আরও পড়ুন

এরই মধ্যে ইউরোপের একাধিক সংবাদমাধ্যম এমবাপ্পেকে রিয়ালের মাঝমাঠে দেখা যাওয়ার কথা জানিয়েছে। তেমনটা হলে দুই উইংয়ে ভিনিসিয়ুস ও রদ্রিগোকে দেখা যাবে। আর বেলিংহাম নেমে আসবেন আরও নিচের দিকে। যেখানে তিনি মূলত বিদায়ী রিয়াল কিংবদন্তি টনি ক্রুসের ছেড়ে যাওয়া দায়িত্ব পালন করবেন।

এদিকে আলোচনা চলছে রিয়ালের হয়ে এমবাপ্পের অভিষেক নিয়েও। ধারণা করা হচ্ছে, আগামী ১৪ আগস্ট আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে রিয়ালের হয়ে অভিষেক হতে পারে এমবাপ্পের।