জাভির চোখে মৌসুমে বার্সেলোনার সেরা মুহূর্ত কোনটা
চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয়। লা লিগায় এবার বার্সেলোনার দাপট বোঝাতে এ তথ্যটুকুই যথেষ্ট। ‘দুই মাদ্রিদ’ রিয়াল আর আতলেতিকোর সাফল্যে ছেদ টেনে চার বছর পর লিগ শিরোপা ঘরে তুলেছে বার্সা। গত রোববার নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলকে উড়িয়ে ২৭তম বারের মতো স্পেনের চ্যাম্পিয়ন হয়েছে বার্সা।
তবে এসপানিওলের মাঠে জয়ের রাতে দলটির সমর্থকদের ধাওয়া খেয়ে উদ্যাপন অসম্পূর্ণ রেখেই মাঠ ছাড়তে হয় রবার্ট লেভানডফস্কি-সের্হিও বুসকেতসদের। গত সোমবার অবশ্য ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করেছে জাভি হার্নান্দেজের দল। সমর্থকদের ভালোবাসায় হয়েছে সিক্ত। কিন্তু সেদিনও লেভা-বুসকেতসদের হাতে ট্রফি ছিল না।
এল ক্লাসিকোয় কেসির (ফ্রাঙ্ক কেসি) গোলটা আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত। ওই গোলটাই আমাদের লা লিগা জিতিয়েছে।
ট্রফি নিয়ে বার্সার উদ্যাপনের উপলক্ষ এসেছে কাল নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে। যদিও উৎসবের রাতটা কিছুটা ম্লান হয়েছে রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সা হেরে যাওয়ায়। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৯০ মিনিটে লেভার গোলে ব্যবধান কমায় বার্সা। এই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। সোসিয়েদাদের কাছে হারলেও বার্সার শিরোপা উদ্যাপনে বিন্দুমাত্র ভাটা পড়েনি। বার্সা অধিনায়ক বুসকেতস ১৮ কেজি ওজনের রুপালি ট্রফিটা বুঝে পেতেই শুরু হয় আনুষ্ঠানিক উৎসব। কোচ জাভিকে শূন্যে ওড়ানোর মুহূর্তটাও ছিল মনে রাখার মতো।
উদ্যাপন শেষে সংবাদ সম্মেলনে আসেন জাভি। সেখানে গত রাতে হারের চেয়ে লিগ শিরোপা পুনরুদ্ধার ও মৌসুমের নানা বিষয় নিয়েই আলোচনা হয়েছে বেশি। জাভির কাছে মৌসুমের সেরা মুহূর্ত নিয়েও জানতে চাওয়া হয়। একটু ভেবে বার্সা কোচ বলেন, ‘এল ক্লাসিকোয় কেসির (ফ্রাঙ্ক কেসি) গোলটা আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত। ওই গোলটাই আমাদের লা লিগা জিতিয়েছে।’
গত ১৯ মার্চ ক্যাম্প ন্যুতে লিগের ফিরতি লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হয় বার্সা। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচটা ১-১ সমতায় ছিল। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কেসি। লেভানডফস্কির দারুণ এক ব্যাকহিল থেকে বল পেয়ে অ্যালেক্স বালদে পাস বাড়ান কেসির দিকে। ঠান্ডা মাথায় গোল করেন আইভরি কোস্টের মিডফিল্ডার। সেদিনের ওই জয়ে লিগে রিয়ালের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গিয়ে শীর্ষ স্থান আরও মজবুত করে বার্সা। এই ব্যবধান ঘোচানো এককথায় অসম্ভব হয়ে পড়ে কার্লো আনচেলত্তির দলের। যা পরবর্তী সময়ে তাদের ওপর মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে। জাভির কাছে কেসির ওই গোলটা তাই লিগ শিরোপা জেতানোর মতোই।
যখন মনে হয়েছে, সমর্থকেরা আমাদের ওপর বিশ্বাস রাখছে না; সেটা খুব বাজে ব্যাপার ছিল। বার্সেলোনার পরিবেশ নিষ্ঠুর হয়ে উঠেছিল।
লা লিগার আগে স্প্যানিশ সুপার কাপও জিতেছে বার্সা। তবে অন্য প্রতিযোগিতাগুলোকে উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে টানা দুবার বিদায়ের ঘটনা খুব কষ্ট দিয়েছে সমর্থকদের। একসময় সমর্থকেরা জাভির দলের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিলেন। বার্সা কোচের চোখে এটাই মৌসুমের সবচেয়ে বাজে মুহূর্ত, ‘যখন মনে হয়েছে, সমর্থকেরা আমাদের ওপর বিশ্বাস রাখছে না; সেটা খুব বাজে ব্যাপার ছিল। বার্সেলোনার পরিবেশ নিষ্ঠুর হয়ে উঠেছিল।’