শিরোপা জিতেও দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন গার্দিওলা

সিটি কোচ পেপ গার্দিওলারয়টার্স

কমিউনিটি শিল্ডের লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে আরেকটি শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুম শুরুর আগে যা প্রতিপক্ষ দলগুলোর জন্য সতর্কবার্তাও বটে।

এর মধ্য দিয়ে সামনের মৌসুমেও সব কটি ট্রফিকে পাখির চোখ করার বার্তা দিয়ে দিল সিটি। তবে সিটি কোচ পেপ গার্দিওলা কমিউনিটি শিল্ড জয়ের পরও নিজেদের পুরোপুরি প্রস্তুত ভাবতে পারছেন না।

আরও পড়ুন

আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে সিটি। মৌসুম শুরুর আগে দলের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন গার্দিওলা। নতুন মৌসুমের জন্য সিটি কতটা প্রস্তুত জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমরা প্রস্তুত কি না, সে উত্তর আমি দিতে পারছি না। আমরা আজ হারতেও পারতাম। কয়েক মিনিট আগেও আমরা হারের কাছাকাছি ছিলাম। যে কারণে এখন অপেক্ষা করতে হবে। আমি আজ অনেক কিছু দেখেছি, যা আমার ভালো লেগেছে। প্রথম ৩৫ মিনিট অসাধারণ ছিল।’

কমিউনিটি শিল্ডের ট্রফি হাতে আর্লিং হলান্ড ও গার্দিওলা
এএফপি

দলের খেলা নিয়ে গার্দিওলা ইতিবাচক থাকলেও সেরা ফুটবল এখনো অনেক দূরে বলে মনে করেন তিনি, ‘আমরা এখনো নিজেদের সেরা ফুটবল থেকে অনেক দূরে আছি। এটা স্বাভাবিক, এটাও অবশ্য ভালো যে আমরা একটি শিরোপা জিতে শুরু করতে পেরেছি।’

আরও পড়ুন

শিরোপা লড়াইয়ের ম্যাচে ৮২ মিনিটে আলেসান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৮৯ মিনিটে গোল করে সিটিকে সমতায় ফেরান বের্নার্দো সিলভা। এরপর টাইব্রেকারে ইউনাইটেডকে ৭-৬ গোলে হারায় সিটি।