সবকিছু বদলে দেবেন ইব্রাহিমোভিচ
২০২১–২২ মৌসুমে এসি মিলানকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু শিরোপা জয়ের পরপরই মাঠের বাইরে ছিটকে যান সুইডিশ তারকা। হাঁটুর চোট সারাতে করতে হয়েছিল অস্ত্রোপচার। প্রায় ৯ মাস মাঠের বাইরে থাকার পর চোট থেকে সেরে উঠে ফেরার জন্য তৈরি হচ্ছেন ইব্রা। ফেরার আগে স্বভাবসুলভ ভঙ্গিতে একটা হুঙ্কারও দিয়েছেন বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক ফরোয়ার্ড।
বয়স হয়ে গেছে ৪১ বছর। এ বয়সে অনেক ফুটবলারই অবসরে চলে যান। যাঁরা এই বয়সেও খেলছেন, তাঁরা হয়তো অবসরে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু ইব্রাহিমোভিচ এই দলে নন। অনেকেই ভাবছিলেন, হাঁটুর চোট হয়তো ইব্রার ক্যারিয়ার শেষ করে দেবে। কিন্তু, এসি মিলানের ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ ঘোষণা দিয়েছেন, তিনি আরও ভালো কিছু করার জন্য উন্মুখ হয়ে আছেন।
গত মৌসুমের ইতালিয়ান চ্যাম্পিয়নদের এ মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি। ২১ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে তারা। শীর্ষে থাকা নাপোলির চেয়ে পিছিয়ে আছে তারা ১৮ পয়েন্টে। ফেরার আগে এসব নিয়ে খুব একটা ভাবছেন না ইব্রা, ‘আমি এটা নিয়ে উদ্বিগ্ন নই। চ্যাম্পিয়নশিপে এমন মুহূর্ত স্বাভাবিক। এখন আমাদের বিষয়টি নিয়ে একটু কথা বলতে হবে এবং মাঠে নিজেদের মূল্যটা দেখাতে হবে।’
আমি ভালো আছি। খুব ভালো আছি। আমি দলের সঙ্গে ফিরেছি এবং মাঠ আর মাঠের বাইরে নিজেকে মুক্ত মনে হচ্ছে। এর মানে আমি ভালো আছি।
এখানেই থেমে থাকেননি ইব্রা। এই ৪১ বছর বয়সেও নিজেকে অনেক উঁচুতে রাখছেন সুইডিশ ফরোয়ার্ড, ‘আমি এখনো ঈশ্বর, আমি এখনো এক নম্বর। আমি যখন ফিরব, সবকিছু বদলে যাবে। সত্যি আমি অনেক কিছু করতে চাই। এই কয় মাসে আমি অনেক কিছু হারিয়েছি, সময় নষ্ট করেছি।’
নিজের হাঁটুর অবস্থা নিয়ে ইব্রাহিমোভিচ বলেছেন, ‘আমি ভালো আছি। খুব ভালো আছি। আমি দলের সঙ্গে ফিরেছি এবং মাঠ আর মাঠের বাইরে নিজেকে মুক্ত মনে হচ্ছে। এর মানে আমি ভালো আছি। এ সময় আমি শান্তই ছিলাম। কারণ, আমাকে আবার সেরা রূপে ফিরে আসতে হতো। পরিকল্পনা অনুযায়ীই সেরে উঠছি আমি।’
সবকিছু ঠিক থাকলে আগামীকাল সান সিরোতে সিরি ‘আঁ’তে মিলানের পরের ম্যাচে তুরিনোর বিপক্ষে মাঠে নামবেন ইব্রাহিমোভিচ।