‘হয়তো মরিনিওই ব্রাজিলের কোচ হবেন’
নেইমার-ভিনিসিয়ুসরা এখন কোচহীন। ফুটবল বিশ্বেও তাই একটা প্রশ্ন চাউর—কে হবেন ব্রাজিলের নতুন কোচ?
জিনেদিন জিদান থেকে শুরু করে, কার্লো আনচেলত্তি—হাই প্রোফাইল কোচদের নাম এসেছে। বিশ্বকাপ জিততে ব্রাজিল ফুটবল ফেডারেশন কোনো আর্জেন্টাইন কোচের শরণাপন্ন হবে কি না, এমন কথাও উঠেছে।
ব্রাজিলের কোচ হিসেবে আলোচনায় আছেন আর্জেন্টাইন কোচ মার্সেলো গাল্যার্দোও। অনেক সংবাদমাধ্যমই বলছে, ব্রাজিলের কোচ হতে পারেন রোমার পর্তুগিজ কোচ জোসে মরিনিও।
মরিনিও ব্রাজিলের কোচ হিসেবে আদর্শ—এমনটাই বলছেন পোর্তোর চ্যাম্পিয়নস লিগ বিজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার কার্লোস আলবার্তো। তাঁর মতে, রোমা কোচ সদ্য বিদায়ী ব্রাজিলিয়ান কোচ তিতের শূন্যস্থানটা ভালোভাবেই পূরণ করতে পারবেন।
২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল পর্তুগিজ ক্লাব পোর্তো। সে দলের কোচ ছিলেন মরিনিও। তাঁর অধীনে কার্লোস আলবার্তোও ছিলেন পোর্তোর গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মরিনিওর ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারটি যে অনেক দূর এগিয়েছে, সেটিও বলেছেন আলবার্তো।
শুধু তা-ই নয়, ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন নাকি আলবার্তোকে মরিনিওর সহকারী হতে প্রস্তাব দিয়েছে, ‘আমি একটা বোমাই ফাটাব। মরিনিও ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন। খুব সম্ভবত তিনিই কোচ হতে যাচ্ছেন। আমার কাছে এ ব্যাপারে প্রাথমিক তথ্য আছে। এটি কোথা থেকে পেয়েছি, সেটি গুরুত্বপূর্ণ নয়, তবে এমন তথ্য আমি পেয়েছি। এমনকি আমিও মরিনিওর সহকারী হওয়ার প্রস্তাব পেয়েছি।’
মরিনিও একজন উদ্ধত চরিত্র—এমন প্রচারণা আছে বিশ্বব্যাপী। তবে কার্লোস আলবার্তো মনে করেন ব্যাপারটা মোটেও তেমন কিছু নয়, ‘মরিনিওকে নিয়ে একটা নেতিবাচক প্রচারণা আছে যে তিনি উদ্ধত। তবে আমি বলছি, সেটি সত্য নয়। মরিনিওকে আমি কাছ থেকে দেখেছি। তাঁকে যেমনটা মনে করা হয়, তিনি তেমনটা নন।’
বিশ্বকাপের পর পর্তুগালের কোচ হচ্ছেন মরিনিও, সে খবর গণমাধ্যমে বেরিয়েছিল। ফার্নান্দো সান্তোসের বিদায়ের পর মরিনিওই নাকি পর্তুগালের কোচের পদে শক্তিশালী প্রার্থী ছিলেন। তবে সেটি যে বাস্তবে পরিণত হয়নি, সেটি জানা গেছে কালই। পর্তুগালের নতুন কোচ হয়েছেন বেলজিয়ামের সদ্য বিদায়ী কোচ রবার্তো মার্তিনেজ।