প্রিমিয়ার লিগে কোচকে সময় দেওয়ার ক্ষেত্রে কোন ক্লাব এগিয়ে

৮ বছর ধরে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাএএফপি

আধুনিক ফুটবলে কোচ বদলানো একটি নৈমিত্তিক ঘটনা। দলের পারফরম্যান্স একটু এদিক–সেদিক হলেও সবার আগে দায়টা যায় কোচদেরই। পুরো দল বদলে ফেলার চেয়ে অবশ্য কোচ বদলানোটাই তো সহজও! ফলে মৌসুমের শুরুতে, মাঝে, এমনকি শেষেও দলগুলোকে কোচ বদলাতে দেখা যায়।

তবে কোনো কোনো দলের মধ্যে এই প্রবণতা অনেক বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যেও কোচ বদলানোর এই প্রবণতা বেশি। একের পর এক কোচ বদলানোর জন্য চেলসির তো রীতিমতো কুখ্যাতিও আছে।

আরও পড়ুন

সম্প্রতি এরিক টেন হাগকে ছাঁটাইয়ের মধ্যে কোচ বদল প্রসঙ্গ সামনে এনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্যর্থতার দায়ে টেন হাগকে সরিয়ে নতুন কোচ হিসেবে রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে ইউনাইটেড। এ ক্ষেত্রে অবশ্য টেন হাগকে সময় না দেওয়ার অজুহাত মনে হয় না কেউ করবেন। একের পর এক ব্যর্থতার পরই শেষ পর্যন্ত এই ডাচ কোচকে সরিয়েছে ক্লাবটি।

কোচ ছাঁটাই একটি নৈমিত্তিক দৃশ্য হলেও মুদ্রার অন্য পিঠে কয়েকটি ব্যতিক্রম দৃষ্টান্ত আছে। পেপ গার্দিওলা যেমন ৮ বছর ধরে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। একইভাবে ছয় বছর ধরে আছেন ব্রেন্টফোর্ডের কোচ থমাস ফ্রাঙ্ক।

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম
রয়টার্স

৫ বছরের বেশি সময় ধরে কোনো দলের কোচ হিসেবে কাজ করছেন অবশ্য শুধু এ দুজনই। সম্প্রতি ট্রান্সফারমার্কেট প্রিমিয়ার লিগের কোন দল সবচেয়ে বেশি স্থায়ী কোচ নিয়োগ দিয়েছে, সেই তালিকা সামনে এনেছে। ১২ বা তার বেশি মৌসুমে যেসব দল প্রিমিয়ার লিগে ছিল, তাদেরই এই তালিকায় রেখেছে তারা।

আরও পড়ুন

যেখানে দেখা গেছে প্রিমিয়ার লিগের বর্তমান সংস্করণ শুরু হওয়ার পর অর্থাৎ ১৯৯২-৯৩ মৌসুম থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কোচ বদল করেছে সাউদাম্পটন। ২৫ মৌসুম প্রিমিয়ার লিগে খেলার সময় ক্লাবটি কোচ বদলেছে ২১ বার। দ্বিতীয় স্থানে যৌথভাবে আছে চেলসি ও টটেনহাম। ৩৩ মৌসুমে ১৮ জন করে কোচ এই দুই দলের ডাগআউটে দাঁড়িয়েছেন। টটেনহাম অবশ্য শেষ পাঁচ বছরেই দেখেছে ৪ জন কোচ।

প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি স্থায়ী কোচ

শীর্ষ ৬ ক্লাবের মধ্যে ৩ নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। ২৮ মৌসুমে এই প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়নরা দেখেছে ১১ কোচ। ৩৩ মৌসুমে ৯ কোচ নিয়ে লিভারপুল আছে চারে। আর ৭ কোচ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে ৫ নম্বরে এবং ৫ কোচ নিয়ে ৬ নম্বরে আছে আর্সেনাল। এমনকি ১৯৯২-৯৩ মৌসুম থেকে কোচদের সবচেয়ে বেশি সময় দিয়েছে আর্সেনালই। গড়ে প্রতি ৬.৬০ মৌসুমে একজন করে কোচ দেখেছে তারা।

কোচদের সময় দেওয়ায় সেরা ৫ ক্লাব