বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা নেপালি ফরোয়ার্ড অঞ্জন খেলবেন ফর্টিসে

নেপাল জাতীয় দলের ফরোয়ার্ড অঞ্জন বিস্তাইনস্টাগ্রাম

একসময় নেপালের ফুটবলাররা ঢাকার ক্লাবগুলোয় নিয়মিত খেলতেন। গনেশ থাপা থেকে শুরু করে হরি খাড়কা, অনেক নামই আছে। মাঝে কিছু বছর ঢাকার ক্লাবে নেপালি ফুটবলারদের দেখা যায়নি। তবে এবার বাংলাদেশে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে ফর্টিস এফসিতে দেখা যাবে এক নেপালি ফুটবলারকে। তিনি নেপাল জাতীয় দলের ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। নেপালের হয়ে ৬১ আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোল ১৩টি।

আরও পড়ুন

অনেকেরই মনে থাকতে পারে, ২০২২ সালের সেপ্টেম্বরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। নেপালের হয়ে ৩টি গোলই করেছিলেন অঞ্জন। সেটি ছিল নেপালের কাছে বাংলাদেশের লজ্জার এক হার।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে দেখা যাবে অঞ্জন বিস্তাকে
ইনস্টাগ্রাম

৩৮ বছর পর সেদিন বাংলাদেশের জালে এক ম্যাচে ৩ গোল দেয় নেপাল। ম্যাচের ৩৭  মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন অঞ্জন। নেপাল জাতীয় দলের জার্সিতে এটিই ছিল তাঁর প্রথম হ্যাটট্রিক। প্রথম ও তৃতীয় গোল করেন ফ্রিকিক থেকে নিখুঁত হেডে। ৫৭ মিনিটে রাকিবের ক্রসে সাজ্জাদ হোসেন একটি গোল শোধ করেছিলেন। বাংলাদেশের কোচ হিসেবে হাভিয়ের কাবরেরার অষ্টম ম্যাচে সেটি ছিল পঞ্চম হার।

২৫ বছর বয়সী অঞ্জনকে চুক্তিবদ্ধ করার ব্যাপারে ফর্টিস এফসির ম্যানেজার জাতীয় দলের সাবেক ফুটবলার রাশেদুল ইসলাম আজ প্রথম আলোকে বলেছেন, ‌‘সামনে বিশ্বকাপ বাছাইপর্বে বাহরাইনের সঙ্গে নেপালের দুটি ম্যাচ আছে। ২১ আর ২৭ মার্চ। ম্যাচ দুটি খেলেই তিনি ঢাকায় আসছেন। তাঁকে আনা হচ্ছে শুধু প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্য। চুক্তিও হয়ে গেছে দুই পক্ষে।’

আরও পড়ুন