আর্সেনাল ৭১, লিভারপুল ৭১, ম্যানচেস্টার সিটি ৭০—৩১ ম্যাচ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ তিন দলের পয়েন্ট। মাত্র ১ পয়েন্টের ব্যবধান আলাদা করেছে তিন দলকে। এমন ত্রিমুখী শিরোপার লড়াই শেষে কারা শেষ হাসি হাসবে কে জানে!
টান টান উত্তেজনার শিরোপা লড়াইয়ের মতো এবারের প্রিমিয়ার লিগে আরেকটি লড়াইও জমেছে বেশ। সেই লড়াইটি ব্যক্তিগত—সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই। লিগ জয়ের ইঁদুর দৌড়ে তিনটি দল টিকে থাকলেও সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছেন ১০ জন। যেখানে সর্বোচ্চ গোলদাতার চেয়ে ১০ নম্বরের ব্যবধান মাত্র ৫ গোলের।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ অভিষেকেই ৩৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকারই যে সর্বোচ্চ গোলদাতা হতে যাচ্ছেন বোঝা গিয়েছিল লিগ মাঝ পথেই।
সেই হলান্ডই এবারও এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন। তবে সাত ম্যাচ হাতে থাকা হলান্ডের গোল এখনো ২০ ছোঁয়নি। এবার ২৫ ম্যাচ খেলে ১৯ গোল তাঁর। ৩১ ম্যাচে ১৮ গোল করে হলান্ডের ঘাড়ে তপ্ত নিশ্বাস ফেলছেন অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস। প্রিমিয়ার লিগে এক মৌসুমে ইংলিশ স্ট্রাইকার এর আগে সর্বোচ্চ ১৫ গোল করেছিলেন গতবার।
এর আগে তিনবার সর্বোচ্চ গোলদাতা হওয়া মোহাম্মদ সালাহ ১৭ গোল করে আছেন তিনে। লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড এবার ম্যাচ খেলেছেন ২৫টি। ১৬ গোল করে এরপর যৌথভাবে চারে চেলসির কোল পালমার ও বোর্নমাউথের ডমিনিক সোলাঙ্কি। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে ইংলিশ মিডফিল্ডার পালমারের মোট গোলই ১৬টি। অন্যদিকে ইংলিশ ফরোয়ার্ড সোলাঙ্কি এবারই প্রথমবার গোলসংখ্যাটাকে দুই অঙ্কে নিতে পারলেন।
সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ দশে থাকা অন্য পাঁচজন জ্যারড বোয়েন, আলেকসান্দর ইসাক, সন হিয়ুং-মিন, ফিল ফোডেন ও বুকায়ো সাকা। এদের প্রথম তিনজন করেছেন ১৫ গোল, শেষের দুজন ১৪ গোল।