কোয়ার্টার ফাইনালের আট দলকে পেয়ে গেছে ইউরো। গত রাতে দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডস রোমানিয়াকে ও তুরস্ক অস্ট্রিয়াকে হারিয়ে সপ্তম ও অষ্টম দল হিসেবে উঠেছে কোয়ার্টার ফাইনালে।
দুই দিনের বিরতি শেষে ৫ ও ৬ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ সময় রাত ১০টা ও রাত ১টায় শুরু হবে ম্যাচ। ৫ জুলাই স্টুটগার্টে জার্মানি-স্পেন মহারণ শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়। ওই দিন রাত ১টায় মুখোমুখি হবে ক্রিস্টিয়ানোর রোনালদোর পর্তুগাল ও কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। প্রথম দিনের দুই জয়ী দল ৯ জুলাই সেমিফাইনালে মুখোমুখি হবে।
কোয়ার্টার ফাইনাল সূচি
১০ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ৬ জুলাইয়ের কোয়ার্টার ফাইনালের দুই জয়ী দল। ৬ জুলাই রাত ১০টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। রাত ১টায় নেদারল্যান্ডস-তুরস্ক ম্যাচ।
বার্লিনের অলিম্পিকে স্টেডিয়ামে ফাইনাল ১৪ জুলাই। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে সেটি।