মেসি–দি মারিয়াকে ছাড়া কেমন করে স্কালোনির আর্জেন্টিনা

দি মারিয়া অবসরে, মেসি নেই চোটের কারণেএএফপি

মেসিও নেই, দি মারিয়াও নেই; কেমন খেলবে আর্জেন্টিনা দল! বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

চোটের কারণে লিওনেল মেসি আর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় দি মারিয়া এ ম্যাচে নেই। এই দুজনকে ছাড়া এর আগে খেলা ম্যাচগুলোতে কেমন করেছে স্কালোনির আর্জেন্টিনা—এমন কৌতূহল আছে অনেকের।

আরও পড়ুন
ফুটবলের অমর জুটি মেসি ও দি মারিয়া
রয়টার্স

২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার (শেষ ষোলো থেকে বিদায়) পর স্কালোনিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় দেশটির ফুটবল ফেডারেশন। এরপর তাঁকে স্থায়ীভাবে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ২০১৮ সালের নভেম্বরে। স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত দলের দুই সেরা তারকা মেসি ও দি মারিয়াকে ছাড়া আর্জেন্টিনা মোট ১২টি ম্যাচ খেলেছে। সব কটিই ছিল প্রীতি ম্যাচ। মেসি ও দি মারিয়া একসঙ্গে নেই, আর্জেন্টিনা সর্বশেষ এমন ম্যাচ খেলেছে গত বছরের জুনে। জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে সে ম্যাচে ২-০ গোলে জেতে আর্জেন্টিনা।

সব মিলিয়ে মেসি-দি মারিয়াকে ছাড়া ম্যাচে আর্জেন্টিনা ভালোই করেছে। মেসি-দি মারিয়াকে ছাড়া খেলা ১২ ম্যাচের ৮টিতে জিতেছে আর্জেন্টিনা, ৩টি ম্যাচ ড্র করেছে তারা। এই তিন ড্রয়ের মধ্যে একটি আবার তারা খেলেছে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে, একই মাঠে একই প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আগামীকাল। বাকি দুটি ড্র কলম্বিয়া ও জার্মানির সঙ্গে।

আরও পড়ুন
মেসি–দি মারিয়া না থাকায় মূল ফরোয়ার্ড হিসেবে লাওতারো মার্তিনেজ
ফেসবুক

মেসি ও দি মারিয়া নেই, এমন ম্যাচে আর্জেন্টিনার যে একটি হার, সেটি ব্রাজিলের বিপক্ষে। ম্যাচটি ২০১৮ সালে তারা খেলেছে সৌদি আরবে। সেই ম্যাচে আর্জেন্টিনা হেরেছিল ১-০ গোলে। সব মিলিয়ে মেসি ও দি মারিয়া না থাকলেও আগামীকাল চিলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার ভয় পাওয়ার তেমন কিছু নেই।

মেসি ও দি মারিয়া না থাকায় আর্জেন্টিনার আক্রমণভাগ কেমন হতে পারে? খুব সম্ভবত লাওতারো মার্তিনেজ মূল ফরোয়ার্ড হিসেবে খেলবেন। তাঁকে বলের জোগান দিতে বাঁয়ে খেলবেন নিকোলাস গঞ্জালেস আর ডানে হুলিয়ান আলভারেজ।

আরও পড়ুন