২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমার কি ব্রাজিলেই থাকবেন
এক দশকের বেশি সময় পর বিভিন্ন ক্লাব ঘুরে সান্তোসে ফিরে এসেছেন নেইমার। প্রাথমিকভাবে নেইমারের সঙ্গে ছয় মাসের চুক্তি হলেও সান্তোস প্রেসিডেন্ট টিসেইরার আশা এই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে। নেইমারের চুক্তি বাড়ার ব্যাপারে সম্প্রতি বেশ আত্মবিশ্বাসী হওয়ার কথা জানিয়েছেন তিনি।
আল হিলাল থেকে সান্তোসে এসে এখন নিয়মিতই মাঠে নামছেন নেইমার। ফিরে পেতে শুরু করেছেন নিজের সেরা ছন্দও। এর মধ্যে ৫০০ দিন পর পুরো ৯০ মিনিট খেলার পাশাপাশি করেছেন চোখধাঁধানো গোলও। এসব ঘটনা হয়তো নিজের শৈশবের ক্লাবটিতে নেইমারকে আরও বেশি সময় থাকতে অনুপ্রাণিত করবে। এমনটা প্রত্যাশা টিসেইরারও।
ইএসপিএনের সঙ্গে আলাপে সান্তোস সভাপতি বলেছেন, ‘নেইমার আসার পর আমাদের এখন ৭৫ হাজার সদস্য। আজ আমরা এর প্রযুক্তিগত দিকগুলো এবং অর্থনৈতিকভাবে দিকগুলো পরিমাপ করতে পারি। আমরা যা অনুমান করেছিলাম, তার তুলনায় অর্থনৈতিক লক্ষ্যগুলো বৃদ্ধি পাবে। যদি সব ঠিকঠাক থাকে, তবে এই জুটি চলতে থাকবে এবং আগামী বিশ্বকাপ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।’
আপাতত ছয় মাস থাকা নিশ্চিত হলেও এরপর নেইমারের ভবিষ্যৎ কি, তা এখনো নিশ্চিত নয়। গুঞ্জন আছে, গ্রীষ্মের দলবদলে নেইমার হয়তো আবার ইউরোপেই ফিরে যাবেন। বার্সেলোনার মতো ক্লাবকে ঘিরেও রয়েছে জোর গুঞ্জনও। এ তালিকায় সামনের দিনে যুক্ত হতে পারে আরও নতুন নাম।
ফিট ও সেরা ছন্দের নেইমারকে অবশ্য কে না পেতে চাইবে! তবে উল্টোও হতে পারে। নেইমার যদি ব্রাজিলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে আরও কিছুদিন তিনি সান্তোসেই থেকে যেতে পারেন। সে ক্ষেত্রে ব্রাজিলিয়ান ক্লাবে খেলা খেলোয়াড় হিসেবেই বিশ্বকাপে দেখা যেতে পারে তাঁকে। যদিও তেমন কিছু আদৌ ঘটবে কি না, সেটা নিশ্চিত হতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।