বার্সার খোঁড়ানো জয়ে মন ভরছে না জাভির

আলমেরিয়ার বিপক্ষে বার্সার খেলায় সন্তুষ্ট হতে পারেননি কোচ জাভি হার্নান্দেজএএফপি

স্প্যানিশ লা লিগায় ৩ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বার্সেলোনা। এরপর লিগে জিরোনার কাছে হার, চ্যাম্পিয়নস লিগে অ্যান্টওয়ার্পের কাছেও হার এবং তারপর লিগে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জাভি হার্নান্দেজের দল।

টানা তিন ম্যাচ জয়শূন্য থাকার পর গতকাল রাতেও পয়েন্ট ভাগাভাগি চোখ রাঙাচ্ছিল কাতালান ক্লাবটিকে। শেষ বাঁশি বাজার আট মিনিট আগপর্যন্তও আলমেরিয়ার সঙ্গে ২-২ গোলে সমতায় ছিল বার্সা। ভাগ্যিস, অধিনায়ক সের্হি রবের্তো ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন! ৮৩ মিনিটে তাঁর দ্বিতীয় গোলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয়ে বার্সা পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে পারলেও সন্তুষ্ট হতে পারেননি জাভি। প্রথমার্ধে খেলোয়াড়দের পারফরম্যান্স মেনে নিতে পারেননি বার্সা কোচ।

আরও পড়ুন

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আলমেরিয়া এই মৌসুমে প্রথম জয়ের খোঁজে মাঠে নেমে দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল। ৩৩ মিনিটে রাফিনিয়ার গোলে জাভির দল এগিয়ে যাওয়ার পর ৪১ মিনিটে কারিল্লো বাপতিস্তাওয়ের গোলে সমতায় ফেরে আলমেরিয়া। প্রথমার্ধে দুই দলই গোলের বেশ কিছু সুযোগ নষ্ট করেছে। রবের্তো যেমন বক্সে আনমার্কড থাকা অবস্থায় বল পেয়েও গোল করতে পারেননি। গোলকিপার লুইস ম্যাক্সিমিলিয়ানোর বীরত্বে সে যাত্রায় বেঁচে যায় আলমেরিয়া। রবার্ট লেভানডফস্কিকেও একা রুখে দেন আলমেরিয়া গোলকিপার।

বিরতির পর রবের্তোই ত্রাণকর্তা হয়ে ওঠেন বার্সার। ৬০ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু ১১ মিনিট পরই এদগার গঞ্জালেস সমতায় ফেরান আলমেরিয়াকে। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে রবের্তোই গোল করে এগিয়ে দেন বার্সাকে এবং এই ১ গোলের ব্যবধানেই জিতেছে বার্সা।

জোড়া গোলে বার্সাকে জিতিয়েছেন সের্হি রবের্তো। নিজের দ্বিতীয় গোলের পর তাঁর উদ্‌যাপন
এএফপি

ফুটবলের পরিসংখ্যানবিষয়ক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট মিস্টারচিপ জানিয়েছে, গত তিন মাসে (২৩ সেপ্টেম্বর থেকে) এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ খেলল বার্সা। এর মধ্যে ১০ ম্যাচে ১ গোলের ব্যবধানে জিতেছে কাতালান ক্লাবটি। বার্সার ১ গোলের ব্যবধানে জয়ের এমন নজির সর্বশেষ দেখা গেছে ১৯৬২ সালের অক্টোবর থেকে ১৯৬৩ সালের ফেব্রুয়ারির মধ্যে। আর রবের্তোর পেশাদার ক্যারিয়ারে এক ম্যাচে জোড়া গোলের এটি দ্বিতীয় নজির। প্রথমবার জোড়া গোলের দেখা পেয়েছিলেন ১১ বছর আগে বার্সা ‘বি’ দলের হয়ে। অর্থাৎ, বার্সার মূল দলের হয়ে ৩৫৭ ম্যাচে এই প্রথম জোড়া গোল করলেন রবের্তো।

আরও পড়ুন

দল জিতলেও ম্যাচের পর খেলোয়াড়দের পারফরম্যান্সের সমালোচনা করেছেন জাভি, ‘যতটা ভেবেছিলাম আমরা তার চেয়েও বেশি ভুগেছি। আমরা ৩০টি শট নিয়েছি কিন্তু ২টি গোল উপহার দিয়েছি। প্রথমার্ধের খেলা অগ্রহণযোগ্য। কোচ হিসেবে এটা মেনে নেওয়া যায় না—যেটা আমি বিরতির সময়ই (খেলোয়াড়দের) বলেছি। দ্বিতীয়ার্ধের খেলা তুলনামূলক ভালো ছিল। কিন্তু আমরা প্রচুর সুযোগ নষ্ট করেছি এবং সেটা প্রায় এক মাস ধরেই হয়ে আসছে। এই দলে প্রেরণার অভাব। গত মৌসুমের প্রেরণাটা অনুপস্থিত। আগ্রাসন এবং মনোযোগ নেই।’

গত মৌসুমে লিগ জয়ের পর ২০ গোল হজম করেছিল বার্সা। এবার ১৮ ম্যাচেই ২১ গোল হজম করল ক্লাবটি। বিরতিতে মাঠ ছাড়ার সময় ঘরের মাঠে দর্শকদের দুয়োর শিকার হন বার্সার খেলোয়াড়েরা। এ নিয়ে জাভি বলেছেন, ‘আমি বিষয়টি বুঝতে পারছি। নিজে দুয়ো দেওয়া পছন্দ করি না। জীবনে কখনো সেটা করিনি। কিন্তু এটা মেনে নিচ্ছি। যেটা বলেছি, এমন পারফরম্যান্স অগ্রহণযোগ্য। আপনি ভালো কিংবা খারাপ খেলতে পারেন, হারতে পারেন, জিততে পারেন—সেটা বিষয় না। কিন্তু ক্লাব এবং ব্যাজের দিকে তাকিয়ে আপনাকে পুরোটাই নিংড়ে দিতে হবে।’

১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এল বার্সা। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আলমেরিয়ার বিপক্ষে জয়ের পর দ্রুত ডালাসগামী বিমান ধরেছেন বার্সার খেলোয়াড়েরা। সেখানে বৃহস্পতিবার মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বার্সা। এরপর শীতকালীন বিরতিতে যাবে ক্লাবটি। লাস পালমাসের বিপক্ষে ৪ জানুয়ারি পরবর্তী ম্যাচ খেলবে বার্সা।

আরও পড়ুন