মৌসুমে ৭০ ম্যাচ খেলতে সমস্যা নেই এমবাপ্পের, তবে...

কিলিয়ান এমবাপ্পেএএফপি

২৫ বছর বয়সে ক্যারিয়ারে এক বাঁকের সামনে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে ফ্রান্স দলের অধিনায়ক, জুনে শুরু হতে যাওয়া ইউরোতেও সম্ভবত সেই দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। তাঁকে ঘিরে আবর্তিত হয় পিএসজির মতো ক্লাবের পরিকল্পনা। কারণটা অবশ্যই প্রতিভা, এতটা উঠে আসার পথে তুলে নেওয়া অসংখ্য রেকর্ড এবং কোথায় গিয়ে থামবেন সেটাও অজানা। তাহলে এমবাপ্পের পরের ধাপ কী?

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ছেলেদের মাসিক সাময়িকী ‘জিকিউ’ এ প্রশ্নের উত্তর খুঁজেছে এমবাপ্পের কাছে। সেটি গত ২৮ নভেম্বর চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে পার্ক দে প্রিন্সেসে নিউক্যাসলের কাছে ১-১ গোলে পিএসজির ড্রয়ের পরদিন। সেদিন সাময়িকীটিকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবলের অনেক ব্যাপার নিয়েই কথা বলেছেন এমবাপ্পে। পিএসজিতে নিজের ভবিষ্যৎ, ফুটবলের সঙ্গে এনবিএর তুলনা, ঠাসা সূচি এবং ফ্রান্স জাতীয় দল নিয়েও কথা বলেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা।

এমবাপ্পে পিএসজিতে থাকবেন কি না, তা নিয়ে জল্পনা–কল্পনা আছে
এএফপি

পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ ফুরোবে আগামী জুনে। জানুয়ারির শুরুতে ফ্রেঞ্চ সুপার কাপ জয়ের পর ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছিলেন এমবাপ্পে, ‘আমি এখনো সিদ্ধান্ত নিইনি। নিজের পছন্দও ঠিক করিনি। এখানে আমার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নয়। সর্বশেষ গ্রীষ্মে সভাপতির (পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি) সঙ্গে আমার সে ধরনের চুক্তি হয়েছিল। বলা হয়েছিল, আমরা সব পক্ষের স্বার্থ রক্ষা করে চলব এবং ক্লাবের প্রশান্তি (শৃঙ্খলা) বজায় রাখব।’ ফরাসি স্ট্রাইকারের কথা থেকেই বুঝে নেওয়া যায়, এখনো কোনো কিছুই নিশ্চিত নয়। তাই এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যমের আগ্রহ থাকবেই।

আরও পড়ুন

সাময়িকীটিও আজ নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত কাভার স্টোরিতে অনেকটা ঘোষণার সুরেই বলেছে, ইউরোপে খেলা আর কোনো ফুটবলারই এমবাপ্পের মতো মিডিয়ার এতটা আলো পায় না। এমনকি সেটি আর্লিং হলান্ডও না। তাই পিএসজিতে ভবিষ্যৎ নিয়ে তারা জানতে চেয়েছিল এমবাপ্পের কাছেই।

উত্তরে দার্শনিকের সুরে কথা বলেছেন পিএসজি তারকা, ‘ফুটবলের ইতিহাসে পদচিহ্ন রাখা বেশ কয়েকজন গ্রেট খেলোয়াড় এই গ্রীষ্মে ইউরোপ ছেড়েছেন আর আমরাও ফুটবলে নতুন যুগে প্রবেশ করছি। এটা খেলারই স্বাভাবিক চক্র এবং একটা সময়ে আমাকেও যেতে হবে।’ এমবাপ্পে এরপর স্পষ্ট করেই বলেছেন, এসব পরিবর্তন তাঁকে ভাবায় না, ‘আমি এসব নিয়ে ভাবি না। নিজের পছন্দের যে পথ, ক্যারিয়ারটা সে পথে চালিয়ে যেতে চাই।’

পেশাদার ফুটবলে ম্যাচ খেলার ব্যস্ততা বাড়লেও তাতে সমস্যা নেই এমবাপ্পের
এএফপি

সর্বোচ্চ পর্যায়ে এখন প্রচুর ম্যাচ খেলছেন ফুটবলাররা। এ নিয়ে গত জুনেই শঙ্কা জানিয়েছিল পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। তারা জানিয়েছিল, খেলোয়াড়েরা ধকল কাটানোর পর্যাপ্ত সময় না পাওয়ায় শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে আগামী চ্যাম্পিয়নস লিগে দলসংখ্যা ৩২ থেকে হবে ৩৬টি, গ্রুপ পর্বে ৬ ম্যাচের জায়গায় ৮টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও বাড়ছে দলসংখ্যা—৩২ থেকে ৪৮। অর্থাৎ ঘরোয়া লিগে ঠাসা সূচির পাশাপাশি ইউরোপ এবং বৈশ্বিক সূচিতেও ব্যস্ততা আরও বাড়বে ফুটবলারদের।

আরও পড়ুন

সর্বশেষ আন্তর্জাতিক বিরতির ফল হিসেবে চোটেও পড়েছেন তারকা ফুটবলাররা—ভিনিসিয়ুস, আর্লিং হলান্ড, মার্কাস রাশফোর্ড, এদুয়ার্দো কামাভিঙ্গা বড় বড় সব নাম। এমবাপ্পে মনে করেন ফুটবল যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগের (এনবিএ) মডেল অনুসরণের পথেই হাঁটছে, ‘মৌসুমে ৭০ ম্যাচ—আমরা এনবিএ মডেলের দিকে যাচ্ছি। ব্যক্তিগতভাবে এত ম্যাচ খেলার বিপক্ষে আমার অবস্থান নয়। তবে আমরা সব সময় নিজের সেরাটা দিতে পারব না এবং সমর্থকদের প্রত্যাশিত পারফরম্যান্সও দেখানো সম্ভব হবে না।’

এমবাপ্পে এরপর বিষয়টি নিজের মতো ব্যাখ্যা করলেন, ‘এনবিএতে খেলোয়াড়েরা সব ম্যাচ খেলে না, ফ্র্যাঞ্চাইজি দলগুলোও সেটা মেনে চলে। কিন্তু আমি যদি সিদ্ধান্ত নিই “শনিবার খেলব না”, সেটি হবে না। কারণ, দর্শকেরা টাকা দিয়ে টিকিট কিনছেন। কেউ কেউ হয়তো আমাকে একবারই দেখবেন মৌসুমে, নিজের নামের প্রতি সুবিচার করে খেলব সেই প্রত্যাশাই স্বাভাবিক।’

প্যারিস অলিম্পিকেও অংশ নিতে চান এমবাপ্পে
এএফপি

আগামী ২৬ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক। এমবাপ্পে নিজের দেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ অংশ নিতে চান। সেটা অবশ্যই ফ্রান্স ফুটবল দলের হয়ে। এমবাপ্পে ইচ্ছাটা আবারও জানালেও পাশাপাশি এটাও বলেছেন, চাইলেই সেই ইচ্ছা তিনি পূরণ করতে পারবেন না, ‘আমি জীবন ও ক্যারিয়ারের এমন একপর্যায়ে পৌঁছেছি, যেখান থেকে জোর করে কিছু করতে চাই না। তারা যদি আমাকে খেলতে দেন তাহলে আনন্দের সঙ্গে যাব, কিন্তু সেটা সম্ভব না হলেও অসুবিধা নেই।’

আরও পড়ুন