চ্যাম্পিয়নস লিগ: সুপার কম্পিউটারের হিসাবে জয়ের সম্ভাবনায় এগিয়ে যারা
বদলে যাওয়া নিয়মে আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এবারের আসরে ৩২ দলের বদলে এবার অংশ নেবে ৩৬ দল। থাকছে না আগের মতো কোনো গ্রুপ পর্বও। লিগ পর্বে প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ, চারটি হোম ম্যাচ এবং চারটি অ্যাওয়ে ম্যাচ। এরপর গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট রাউন্ডের প্রথম ধাপ অর্থাৎ শেষ ষোলোয় উঠবে ১৬টি দল। পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোতে উঠবে।
৯ থেকে ২৪ নম্বর দলগুলোর মধ্যে প্লে–অফ শেষে শেষ ষোলোয় যাবে আরও ৮টি দল। তলানিতে থাকা বাকি ১২ দল সরাসরি বাদ পড়বে। শেষ ষোলো থেকে ধাপে ধাপে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের বাধা পেরিয়ে চ্যাম্পিয়ন হবে একটি দল। সেই চ্যাম্পিয়ন দল হওয়ার লড়াইয়ে আজ থেকে মাঠে নামবে ইউরোপিয়ান ক্লাবগুলো।
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে নানা ধরনের ভবিষ্যবাণী নতুন কিছু না। অনেকেই বিভিন্ন মানদণ্ড ব্যবহার করে ফেবারিটদের নাম ঘোষণা করেন। আর এই ভবিষ্যদ্বাণীর তালিকায় বরাবরই থাকে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা। এবারও নানা দিক বিশ্লেষণ করে শিরোপা জয়ে কোন দল এগিয়ে, তা জানিয়েছে অপ্টার সুপার কম্পিউটার।
দলের সংখ্যা বাড়ায় এবং নিয়ম বদলানোর পরও অপ্টার ভবিষ্যদ্বাণী বা সম্ভাবনার নিরিখে এগিয়ে আছে ইউরোপের শীর্ষ দলগুলোই। যেখানে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা গেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির। অপ্টার হিসাবে এবার সিটির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৫.৩ শতাংশ এবং ফাইনালে খেলার সম্ভাবনা ৩৯.৯ শতাংশ।
বর্তমান চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় দ্বিতীয়। কিলিয়ান এমবাপ্পে–ভিনিসিয়ুস–বেলিংহামদের এবারের চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা ১৮.২ শতাংশ। শীর্ষ দশে থাকা অন্য দলগুলো ইন্টার মিলান, আর্সেনাল, বায়ার লেভারকুসেন, বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, পিএসজি ও লাইপজিগ।
চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথমবারের মতো অংশ নেবে চারটি দল—বোলোনা, ব্রেঁস্ত, জিরোনা ও স্লোভান ব্রাতিস্লাভা। এ ছাড়া ৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরবে অ্যাস্টন ভিলা। অপ্টার হিসাবে এই দলগুলোর শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নস অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা ০.২ শতাংশ।
প্রথমবার খেলতে আসা জিরোনার সম্ভাবনা ১ শতাংশ হলেও ইতালিয়ান ক্লাব বোলোনার সম্ভাবনা ০.১ শতাংশ। এ ছাড়া অন্য দুই নতুন দল ব্রেঁস্ত ও ব্রাতিসলাভার সম্ভাবনা শূন্য শতাংশ। অর্থাৎ কোনো সম্ভাবনা নেই বললেই চলে।