ম্যানচেস্টার ইউনাইটেড কি ইউরোপা লিগে খেলতে পারবে

এফএ কাপ জিতেই ইউরোপা লিগে খেলার সুযোগ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডরয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে থেকে শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনাল জেতায় ইউরোপা লিগে জায়গা করে নিতে পেরেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

ওয়েম্বলির ফাইনালে সিটিকে ২–১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে জায়গা করে নেওয়া ইউনাইটেড কি আসলে খেলতে পারবে ইউরোপা লিগে? প্রশ্নটি উঠছে মাঠের বাইরের একটি কারণে।

আরও পড়ুন

ফরাসি ক্লাব নিস এবং ইংল্যান্ডের ইউনাইটেডের মালিকানায় আছেন আইএনইওএস প্রধান স্যার জিম র‍্যাটক্লিফ। দুটি ক্লাবই এবার ইউরোপা লিগের খেলার সুযোগ পেয়েছে। কিন্তু উয়েফার নিয়ম অনুযায়ী একই মালিকের দুটি ক্লাব ইউরোপের একই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এই নিয়মের কারণেই ইউনাইটেডের ইউরোপা লিগে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

এর আগে শোনা যাচ্ছিল, মালিকানা জটিলতার কারণে ইউনাইটেডকে ইউরোপা কনফারেন্স লিগে নামিয়ে দেওয়া হতে পারে। কারণ, ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছে ৮ নম্বরে থেকে আর ফ্রেঞ্চ লিগ আঁতে নিসের অবস্থান ছিল পঞ্চম স্থানে।  
এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে আইএনইওএস।

ম্যানচেস্টারের ইউরোপা লিগে খেলা নিয়ে আছে শঙ্কা
এক্স

তারা বলেছে, ‘আমরা দুই ক্লাবের অবস্থানের ব্যাপারটি ভালোভাবেই অবগত আছি এবং এটা নিয়ে সরাসরি উয়েফার সঙ্গে কথা বলছি। আমরা নিশ্চিত যে পরের মৌসুমে ইউরোপে খেলার ব্যাপারে আমাদের হাতে সমাধান আছে।’

আরও পড়ুন

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান বলছে, ইউনাইটেড এবং নিসকে ইউরোপা লিগে খেলানোর ব্যাপারে উয়েফার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আইএনইওএস। বর্তমানে ইউনাইটেডে র‍্যাটক্লিফের মালিকানা ৩০ শতাংশের নিচে থাকার বিষয়টি সামনে এনে মালিকানা–সংক্রান্ত জটিলতাকে এড়িয়ে যেতে চাইছে তারা।

এখন শেষ পর্যন্ত এই জটিলতা দূর করে ইউনাইটেড ইউরোপা লিগে খেলতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।