সিটি ফুটবলারদের টেনিসের নাদালের কথা মনে করালেন গার্দিওলা
রদ্রি, কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশ, জেরেমি ডকু, কাইল ওয়াকার—নিয়মিত শুরুর একাদশে খেলা ম্যানচেস্টার সিটির বেশির ভাগ গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই এখন চোটের কারণে মাঠের বাইরে। এক–দুই সপ্তাহ নয়, রদ্রি, ডি ব্রুইনার মতো খেলোয়াড়দের লম্বা সময় ধরে খেলার বাইরে থাকতে হবে।
এ ছাড়া সাভিনিও, ম্যানুয়েল আকানজি ও ইওস্কো গাভারদিওলদের আছে ফিটনেসের সমস্যা। সব মিলিয়ে এর প্রভাব পড়ছে ম্যানচেস্টার সিটির মাঠের খেলায়। সেপ্টেম্বর মাসে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচে ড্র করেছে সিটি, গত বুধবার লিগ কাপে টটেনহামের কাছে তো হেরেই গেছে।
লিগ কাপে হারের পর ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা তো বলেই ফেলেছেন, ‘আমরা সমস্যার মধ্যে আছি।’ আর আজ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের আগে তিনি খেলোয়াড়দের উজ্জীবিত করতে টেনে এনেছেন টেনিস তারকা রাফায়েল নাদালের উদাহরণ। বছরের পর বছর চোটের কষ্ট নিয়ে নাদাল যেভাবে খেলে গেছেন, সিটির খেলোয়াড়দেরও এখন সেটাই করতে হবে বলে মনে করেন গার্দিওলা। নাদাল ও গার্দিওলা দুজনই স্প্যানিশ।
গত মাসে পেশাদার টেনিস থেকে বিদায়ের ঘোষণা দেওয়া নাদালকে মনে করিয়ে গার্দিওলা সাংবাদিকদের বলেছেন, ‘এমন অনেক মুহূর্ত আছে, চোট যখন ক্ষতিকর এবং সাবধান থাকতে হয়। কিন্তু এমন অনেক সময় আসে, আপনি যখন সমস্যায় থাকবেন, তারপরও খেলতে হবে। রাফা নাদাল তার ক্যারিয়ারের পুরোটা সময় ব্যথা নিয়ে খেলেছে এবং আমি ঠিক জানি না এরপরও সে কতগুলো গ্র্যান্ড স্লাম জিতেছে।’
গার্দিওলা এরপর যোগ করেন, ‘আধুনিক ফুটবলে আপনাকে এটা সামলাতে হবে, আর না হলে প্রতি তিন দিনে আপনি ম্যাচ খেলে শীর্ষ ক্লাবে টিকে থাকতে পারবেন না।’ গার্দিওলা এরপর কার চোটের কী অবস্থা, সর্বশেষ সেই খবর দিয়েছেন, ‘কেভিনের উন্নতি হচ্ছে। সর্বশেষ দুই বা তিন দিন চিকিৎসক আমাকে বলেছে যে সে ব্যথার দিক থেকে অনেকটাই ভালো বোধ করছে।’