২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রকির প্রথম গোলে বার্সা ফিরল জয়ে

বার্সেলোনার হয়ে প্রথম গোলের আনন্দ ভিতর রকিরলা লিগা টিভি এক্স

ম্যাচের তখন ৬২ মিনিট। ফারমিন লোপেজকে তুলে ভিতর রকিকে নামালেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। সিদ্ধান্তটি অবাক করার মতোই। সে সময় পর্যন্ত ম্যাড়ম্যাড়ে এই ম্যাচে বার্সার হয়ে লোপেজই যা একটু ভয় ছড়িয়েছেন ওসাসুনার বক্সে। সিদ্ধান্তটি নিয়ে তর্ক হতে পারে, তবে রকিকে নামানোয় জাভিকে লেটার মার্কস দিতেই হবে।

আরও পড়ুন

রবার্ট লেভানডফস্কি ম্যাচের সে সময় পর্যন্ত যা করতে পারেননি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেটি করেছেন মাঠে নামার ৬৮ সেকেন্ডে! গোল এনে দিয়েছেন বার্সাকে। আর এই গোলকে পুঁজি করেই ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বার্সা।

কাতালান ক্লাবটির হয়ে এটাই প্রথম গোল ১৮ বছর বয়সী রকির। বাঁ প্রান্ত থেকে হোয়াও ক্যানসেলো বুটের বাইরের অংশ দিয়ে বাঁকানো ক্রস দিয়েছিলেন। রকি মাথা ছুঁইয়ে বলের দিক পরিবর্তন করে জালে পাঠান। গোলের পর খেলায় কিছুটা প্রাণ ফিরেছে। রকি ব্যতিব্যস্ত  করে তুলেছিলেন ওসাসুনা রক্ষণকে।

চোট নিয়ে মাঠ ছাড়েন ফেরান তোরেস
এএফপি

তাঁকে থামাতে ফাউল করায় ৬৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওসাসুনা সেন্টারব্যাক উনাই গোমেজ। ১০ জনে পরিণত হওয়া প্রতিপক্ষের দুর্বলতার সুযোগও নিয়েছে জাভির দল। ৭৯ মিনিটে রকির পাস থেকে গোল করেছিলেন লেভানডফস্কি। কিন্তু পোলিশ তারকা অফসাইড থাকায় গোলটি বাতিল হয়।

আরও পড়ুন

প্রথমার্ধে কোনো দলই সেভাবে আক্রমণাত্বক ফুটবল খেলতে পারেনি। ৬ মিনিটে চোট পেয়ে ফেরান তোরেসের মাঠ ছাড়া জাভির জন্য বড় ধাক্কা ছিল। তাঁর জায়গায় মিডফিল্ডার লোপেজ নেমে অবশ্য পুষিয়ে দিয়েছেন। ভালো কিছু আক্রমণ তৈরি করলেও লামিন ইয়ামাল ও লেভানডফস্কির দুর্বল ফিনিশিংয়ে গোল হয়নি।

স্প্যানিশ কোপা দেল রে-তে অ্যাথলেটিক বিলবাও এবং লা লিগায় ভিয়ারিয়ালের কাছে হেরে এই ম্যাচ খেলতে নেমেছিল বার্সা। ভিয়ারিয়ালের কাছে হারের পর মৌসুম শেষে বার্সার কোচ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন জাভি। তারপর এ ম্যাচে মাঠে নেমেই জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাস বাড়বে জাভির দলের। ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় বার্সা। সমান ম্যাচে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে জিরোনা।

আরও পড়ুন