নতুন মালিকের অধীনে নতুন মৌসুমে টাকার বস্তা নিয়ে দলবদলের বাজারে নেমেছিল চেলসি। ২৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করে স্কোয়াড শক্তিশালী করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কোনো ক্লাব দলবদলের এক মৌসুমে এত টাকা খরচ করেনি। এর মধ্যে শুধু রক্ষণভাগেই ১৬ কোটি ৩০ লাখ ইউরো ঢেলেছে চেলসি। কিন্তু চ্যাম্পিয়নস লিগে তাঁদের শুরুটা হলো যাচ্ছেতাই।
ইউরোপের শীর্ষ এই ক্লাব প্রতিযোগিতার নতুন মৌসুম হার দিয়ে শুরু করেছে চেলসি। ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবের মাঠে ১-০ গোলে হেরেছে টমাস টুখেলের দল। চেলসি কোচ হিসেবে নিজের এই শততম ম্যাচটি জার্মান কোচ নিশ্চয়ই বেশিদিন মনে রাখতে চাইবেন না।
ম্যাচের ১৩ মিনিটে মাত্র দুই পাসের প্রতিআক্রমণে গোল হজম করে চেলসি। ব্রুনো পেটকোভিচের হেড থেকে বল পান দিনামো তারকা মিসলাভ ওরিসিচ। প্রায় মাঝ মাঠ থেকে দৌড়ে চেলসি গোলকিপার কেপা আরিজাবালাগাকে ফাঁকি দিয়ে গোল করেন ওরিসিচ।
লিগে নিজেদের সব ম্যাচে গোল হজম করেছে দিনামো। পিয়েরে এমেরিক অবামেয়াং, রাহিম স্টার্লিং, কাই হাভার্টজদের নিয়ে গড়া চেলসির আক্রমণভাগ এমন দলের বিপক্ষে গোল করতে পারেনি!
গোল হজমের আগে দিনামোকেই উল্টো চাপে রেখেছিল চেলসি। কিন্তু গোল করার পর ম্যাচে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করে দিনামো। ক্লাবটির মিডফিল্ডার আরিজান আদেমির দারুণ একটি শট প্রথমার্ধে সেভ করেন কেপা।
বিরতির পর ম্যাচে ৪ মিনিটের মাথায় চেলসিকে সমতায় ফেরাতে পারতেন ক্লাবটির হয়ে অভিষিক্ত অবা। গ্যাবন তারকা গোল করলেও মাতেও কোভাচিচ অফসাইড হওয়ায় গোলটি বাতিল করা হয়। ম্যাচের শেষ দিকে রিস জেমসের শট দিনামোর পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ঠ হয়।
‘ই’ গ্রুপ থেকে অন্য ম্যাচে রেড বুল সালজবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে এসি মিলান।