‘এমবাপ্পে পিএসজি ছাড়ুক, মেসি থাকুক’
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালে, আর লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ বছরের জুনে। রিয়াল মাদ্রিদে যাই যাই করেও গত মৌসুমে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেছেন এমবাপ্পে। অন্যদিকে পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে এখনো বিশেষ কোনো অগ্রগতি নেই।
পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তির বিষয়টি আটকে গেছে দেখে তাঁকে দলে ফেরাতে আগ্রহী হয়ে উঠেছে তাঁর সাবেক ক্লাব বার্সেলোনা। এ ছাড়া সৌদি আরবের ক্লাব আল-হিলাল ও মেজর লিগ সকারের ইন্টার মায়ামিও দলে চাচ্ছে মেসিকে। দুই দুইয়ে চার মিলিয়ে প্যারিসে মেসির ভবিষ্যৎ দেখছেন না অনেকেই।
কিন্তু ফ্রান্সের সাবেক ফুটবলার এমানুয়েল পেতিত চাইছেন অন্য কিছু। তাঁর চাওয়া—২৪ বছর বয়সী এমবাপ্পেই পিএসজি ছেড়ে দিক, আর মেসি থেকে যাক প্যারিসে। না, এমবাপ্পের প্রতি কোনো বিদ্বেষ নেই ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের এ সদস্যের। বরং তিনি এটা চাইছেন এমবাপ্পেরই ভালোর জন্য।
ফ্রান্সের সাবেক মিডফিল্ডার কাম লেফট-ব্যাক পেতিতের কথা, ‘(কে পিএসজি ছাড়বে, সে বিষয়ে) আমি কি দুজনকেই বেছে নিতে পারি? একজনকে বেছে নেওয়া কঠিন। তবে আমি চাইব, এমবাপ্পেই পিএসজি ছাড়ুক। এটা আমি চাইছি; কারণ, আমি একজন ফরাসি।’
ফরাসি হিসেবে কেন এমবাপ্পেকে পিএসজি ছাড়তে বলছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন পেতিত, ‘ছেলেটা সেই ১৭ বছর বয়স থেকেই তারকা। সে ফ্রান্সের সব রেকর্ড ভেঙে ফেলেছে। কিন্তু সে যদি চ্যাম্পিয়নস লিগ জিততে চায়, বিশ্বের সেরা খেলোয়াড় হতে চায় আর ব্যালন ডি’অর জিততে চায়; তাহলে তাকে পিএসজি ছাড়তে হবে।’
এমবাপ্পে রিয়ালে যাই যাই করেও শেষ মুহূর্তে যেভাবে পিএসজিতে থেকে গেছেন, রিয়াল কি তাঁকে আর নেবে? অনেকেই তো বলেন, রিয়াল যে কাউকে একবারই সুযোগ দেয়, দ্বিতীয়বার নয়। কিন্তু পেতিতের ভাবনা ভিন্ন, ‘আমি মনে করি, রিয়াল মাদ্রিদের দরজা এখনো খোলা। আমার যত দূর মনে পড়ে, (রিয়ালের সভাপতি) ফ্লোরেন্তিনো পেরেজ সম্প্রতি বলেছেন যে সে রিয়ালে আসতে চাইলে সব সময় স্বাগত।’